For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ বছরের পুরনো মামলায় ২ বছরের কারাদণ্ড পতিদার নেতা হার্দিক প্যাটেলের

দুই বছরের জেলের সাজা হল গুজরাতের পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০১৫ সালে একটি মিছিল করার সময়ে হিংসাত্মক কার্যকলাপে জড়িত ছিলেন।

  • |
Google Oneindia Bengali News

২ বছরের কারাবাসের সাজা হল হার্দিক প্যাটেলের। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০১৫ সালে একটি মিছিল করার সময়ে হিংসাত্মক কার্যকলাপে জড়িত ছিলেন। বুধবার ওই মামলায় দুবছরের জেলের সাজা হয়েছে হার্দিকের দুই সঙ্গী লালজি প্যাটেল ও এ.কে. প্যাটেলেরও।

২ বছরের কারাদণ্ড পতিদার নেতা হার্দিক প্যাটেলের

গুজরাত বিধানসভার ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে ভালরকম ধাক্কা দিয়েছিলেন দুই বছরের জেলের সাজা হল গুজরাতের পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। লোকসভাতে সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল বিরোধীরা। কিন্তু তা কিছুটা হলেও ধাক্কা খেল। বুধবার গুজরাতের বিসনগর আদালত রায় ওই সাজা ঘোষণা করে। কারাবাসের পাশাপাশি তিনজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে।

২০১৫ সালে পতিদারদের সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন হার্দিক প্যাটেল। সেই আন্দোলন তাঁকে জাতীয় পরিচিতি দেয়। কিন্তু সেই আন্দোলন করার সময়ই বিসনগরে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালান তাঁরা। হার্দিকের নামে বিজেপি বিধায়ক ঋষিকেশ প্যাটেলের অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে। এই তিন নেতা ছাড়াও আরও ১৭ জন এই মামলায় শাস্তি পেয়েছেন।

এর আগে ২০১৫ সালেও হার্দিক প্যাটেলের নামে দেশদ্রোহের মামলা হয়। সেই বার তিনি তাঁর সমর্থকদের সংরক্ষণের দাবিতে আত্মহত্যা না করে 'পুলিশ হত্যা' করার কথা বলেন। বিজেপি সরকারের বিরদ্ধে পতিদার সম্প্রদায়কে খেপানোর জন্য সুরাতে একবার পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। সেই যাত্রায় কারাবাসও করতে হয় তাঁকে।

English summary
Patidar Movement leader Hardik Patel sentenced to 2-years imprisonment for vandalizing bjp office in 2015.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X