For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর দলকে হারিয়ে গুজরাতে কি ক্ষমতায় ফিরতে পারে রাহুলের দল, কী বলছে ওপিনিয়ন পোল

গুজরাতের বিধানসভা নির্বাচনে কড়া টক্কর বিজেপি ও কংগ্রেসের। অন্তত এমনটাই বলছে ওপিনিয়ন পোল। পূর্বাভাস অনুযায়ী দুদলই পেতে পারে ৪৩ শতাংশ করে ভোট।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের বিধানসভা নির্বাচনে কড়া টক্কর বিজেপি ও কংগ্রেসের। অন্তত এমনটাই বলছে ওপিনিয়ন পোল। পূর্বাভাস অনুযায়ী দুদলই পেতে পারে ৪৩ শতাংশ করে ভোট।

গুজরাতে বিজেপি-কংগ্রেসের কড়া টক্কর, বলছে ওপিনিয়ন পোল

সম্ভবত ২২ বছরে গুজরাতে সবথেকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপি। ওপিনিয়ন পোলের সূত্র ধরলে অন্তত এমনটাই বলা যেতে পারে। ওপিনিয়ন পোলের রিপোর্ট অনুযায়ী বিজেপি এবং কংগ্রেস দুদলই পেলে পারে ৪৩ শতাংশ করে ভোট। আসন সংখ্যার বিচারেও এক্কেবারে কাছাকাছি দুদল। ওপিনিয়ন পোলের সূত্র অনুযায়ী বিজেপি পেতে পারে ৯১ থেকে ৯৯ টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৭৮ থেকে ৮৬টি আসন।

অগাস্ট মাসে করা ওপিনিয়ন পোলে বলা হয়েছিল বিজেপি পেতে পারে ১৪৪ থেকে ১৫২ টি আসন। অন্যদিকে, কংগ্রেস টেনেটুনে ২৬ থেকে ৩২ টি আসন।

অক্টোবরে করা ওপিনিয়ন পোলে বলা হয়েছিল বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২১ টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬৪ টি আসন।

এরপরে অবশ্য পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। পাতিদারদের সঙ্গে নির্বাচনী সংঝোতা হয়েছে রাহুল গান্ধীর দলের। কংগ্রেসের প্রচারেও সঙ্গ দিচ্ছে তারা।

২০১২-র বিধানসভা নির্বাচনে পেয়েছিল ১১৫টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ৬১ টি আাসন। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের ৪৩ জন বিধায়ক রয়েছে। বিজেপির ১১৬ টি এবং অন্যান্যদের ৫টি। ১৮ টি ফাঁকা পড়ে রয়েছে।

লোকনীতি এবং সিএসডিএস-এর তরফে এই ওপিনিয়ন পোল করা হয়। এই ওপিনিয়ন পোলে আরও বলা হয়েছে নোটবাতিল এবং জিএসটি ইস্যুতে বিজেপি অনেকটাই চাপের মুখে পড়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে এখনও বেশ কিছুদিন বাকি নির্বাচনের। ওপিনিয়ন পোলের ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে এই সময়ের মধ্যে অনেকই কিছুই পরিব্রতন হয়ে যেতে পারে গুজরাতে।

English summary
The Gujarat elections could be a dead heat between BJP and Congress with the former just scraping through to a win, according to an opinion poll release.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X