For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ জুড়ে আর্থিক মন্দার মধ্যেই খুশির খবর, জিএসটি সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণের পথে মোদী সরকার

কয়েকদিন পরেই কেন্দ্রীয় বাজেট। তার আগে অবশ্য খুশি খবর অর্থমন্ত্রকের কাছে। জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ হওয়ার পথে।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন পরেই কেন্দ্রীয় বাজেট। তার আগে অবশ্য খুশি খবর অর্থমন্ত্রকের কাছে। জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ হওয়ার পথে। এখনও পর্যন্ত যা জিএসটি সংগ্রহ হয়েছে, তাতে এই মাসে ১.১৫ লক্ষ কোটি জিএসটি সংগ্রহ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। যদিও অন্যদিকে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ কমেছে। বর্তমান অর্থবর্ষের প্রথম দশ মাসে এই সংগ্রহে ১১ হাজার কোটির ঘাটতি রয়েছে।

সঠিক পথে কর সংগ্রহ

সঠিক পথে কর সংগ্রহ

ভারতের অর্থনীতি বেসামাল হলেও দেশের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর সংগ্রহ সঠিক জায়গাতেই রয়েছে বলে দাবি করা হয়েছে অর্থমন্ত্রক সূত্রে। ২০১৯-২০২০ অর্থবর্ষে কর সংগ্রহে ২৫ শতাংশ বৃদ্ধি হতে পারে জানানো হয়েছিল। সব মিলিয়ে কং সংগ্রহের পরিমাণ ধরা হয়েছিল ১৬.৫ লক্ষ কোটি টাকা। সূত্রের খবর অনুযায়ী অর্থবর্ষের প্রথম আট মাসে এই লক্ষ্যমাত্রার অর্ধেকের কম কর সংগ্রহ হয়েছিল। তবে সূত্রের দাবি জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভবপর হবে।

বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি ৪.৫ শতাংশ। যা ২০১৩-র মার্চের পর সর্বনিম্ন।

রেকর্ড কর সংগ্রহ

রেকর্ড কর সংগ্রহ

অর্থমন্ত্রক সূত্রে খরব জানুয়ারিতে জিএসটি সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১.১৫ লক্ষ কোটি। যা পূরণ করা সম্ভব হবে বলেই দাবি সেই সূত্রের। কেননা প্রযুক্তি এবং অ্যানালিটিক্সের মাধ্যমে প্রায় ৪০ হাজার কোটির কর ফাঁকি আটকানো গিয়েছে। এমাসের শুরুতে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের জিএসটি সংগ্রহের লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারি জন্য ১.১৫ লক্ষ কোটি টাকা হলেও মার্চের জন্য তা রাখা হয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা।

২০১৯-এর এপ্রিলে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ

২০১৯-এর এপ্রিলে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ

এর আগে ২০১৯-এর এপ্রিলে ১.১৩ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ হয়েছিল। যা এযাবত কালের মধ্যে সর্বোচ্চ। গত মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১.০৩ লক্ষ কোটি টাকা।

ভাল জায়গায় প্রত্যক্ষ কর সংগ্রহ

ভাল জায়গায় প্রত্যক্ষ কর সংগ্রহ

সরকারি সূত্রে দাবি করা হয়েছে, প্রত্যক্ষ কর সংগ্রহ আগের বছরের তুলনায় ভাল জায়গায় রয়েছে। বর্তমান আর্থিক বছরে এই কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯.০১ লক্ষ কোটি টাকা। যা আগের বছরে ছিল ৯.১২ লক্ষ কোটি টাকা।

English summary
GST collection may hit a record Rs 1.15 lakh crore in January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X