For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ থেকে চিনকে সরাতে দিল্লিতে বড় স্ট্র্যাটেজি! বুধবারের বৈঠক ঘিরে কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

গালওয়ান সীমান্ত থেকে ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনের সেনা। লাল ফৌজের এই পিছু হঠার সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি লাদাখে যুদ্ধ পরিস্থিতির দিকটিও খতিয়ে দেখছে উচ্চপর্যায়ের কমিটি সিএসজি। দিল্লির এই কমিটির বৈঠক ছিল বুধবার । সেখানে কী কী তথ্য উঠে আসছে দেখা যাক।

 লাদাখে সর্বোতভাবে চৈনিক বিতারণ

লাদাখে সর্বোতভাবে চৈনিক বিতারণ

গোটা লাদাখ থেকে সর্বোতভাবে চিনকে সরিয়ে দিতে সমস্ত রকমের চেষ্টায় ভারত। দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে এমনই আলোচনা হয়েছে। সরকারের তৈরি চিনা স্টাডি গ্রুপের এই বৈঠকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন।

 লাদাখ অরুণাচল নিয়ে অবস্থান

লাদাখ অরুণাচল নিয়ে অবস্থান

লাদাখের ১৫৯৭ কিলোমিটার এলাকা ও অরুণাচলের ১১২৬ কিলোমিটার এলএসি সংলগ্ন এলাকার কাছ থেকে চিনের সেনা যাতে সরিয়ে নেওয়া হয়, তা নিশ্চিত কীভাবে করা যায়, তার ভাবনা চিন্তা এই বৈঠকে করা হয়েছে।

 পিছু হঠার প্রক্রিয়া

পিছু হঠার প্রক্রিয়া

গালওয়ানের পিপি ১৫, ও পিপি ১৭ হট স্প্রিং থেকে ২ কিলোমিটার এলাকা জুড়ে বাফার জোন রাখা হয়েছে। সেখানে কিছুতেই কোনও দেশের সেনা অবস্থান করবে না বলে ভারত চিন কূটনৈতিক পর্যায়ের আলোচনায় উঠে এসেছে। এবার নজরে গোগরার 'পিপি ১৭ এ' এলাকা। সেখানে এবার উত্তেজনা প্রশমন নিয়ে চিন .ভারত দুই দেশই আলোচনায় বসতে পারে বলে মনে করা হচ্ছে।

টহলদারি অব্যাহত

টহলদারি অব্যাহত

১৫ই জুন গালওয়ানে রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গত ২২ এবং ৩০ জুন দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকের ফলশ্রুতিতেই দুই দেশের সেনার 'ডিসএনগেজমেন্ট' প্রক্রিয়া শুরু হয় বলে জানা যায়। রবিবার বিকেল থেকেই লালফৌজের তরফে পিছু হঠার কথা জানা যায়। বর্তমানে সেখানেই ভারতীয় সেনা আবার টহলদারির কাজ শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে।

English summary
Govt Panel on China sees Ladakh situation in hard way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X