For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাকা হতে পারে বিশেষ সংসদীয় অধিবেশন, প্রতিবাদী কৃষকদের চাপে মাথা নত কেন্দ্রের?

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার যখন কেন্দ্র-কৃষক প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন, তারপরই ইঙ্গিত মিলেছিল যে কেন্দ্রের তরফে কৃষি আইন সংক্রান্ত কিছু সংশোধনী আনা হতে পারে। আর এদিন ফের আরও এক দফা বৈঠক চলাকালীন সেই ইঙ্গিত আরও সুস্পষ্ট হল। সূত্রের খবর, কেন্দ্র বিশেষ সংসদীয় অধিবেশন ডেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কৃষি আইনগুলিতে সংশোধনী আনতে পারে।

মিলেছে কি সমাধান সূত্র?

মিলেছে কি সমাধান সূত্র?

এর আগে সাত ঘণ্টার ম্যারাথন বৈঠক করেও মেলেনি সমাধান সূত্র। যদিও কৃষি আইনের পক্ষেই সওয়াল করে গিয়েছে সরকার। তবে তাপের মুখে এবার সুর নরম করতে পারে কেন্দ্র। এর আগে কৃষকনেতারা সরকারকে সংসদে একটি বিশেষ অধিবেশনের পরামর্শ দিয়েছিলেন। জানা গিয়েছে সেই মতো এবার বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।

কৃষি আইন বাতিলের দাবিতে অনড়

কৃষি আইন বাতিলের দাবিতে অনড়

বৃহস্পতিবারের পর শনিবারও বৈঠকে কেন্দ্রের তরফে কৃষি আইন সংক্রান্ত কিছু সংশোধনীর ইঙ্গিত দেওয়া হয়। নতুন কৃষি আইন নিয়ে কৃষকরা তাঁদের ৩৯টি আপত্তির কথা জানিয়েছেন সরকার পক্ষকে। অন্যদিকে, কৃষকনেতারা সরকারকে সংসদে একটি বিশেষ অধিবেশনের পরামর্শ দিয়েছিলেন এবং তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন।

বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা

বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা

এদিকে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, বিতর্কিত কৃষি আইন সংশোধন করতে পারে কেন্দ্র। সূত্রের খবর, তার আগে প্রধানমন্ত্রীকে গোটা পরিস্থিতি জানাতে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

দিল্লি যাওয়ার পথে যান চলাচল ব্যাহত

দিল্লি যাওয়ার পথে যান চলাচল ব্যাহত

আজ দুপুর দু'টোয় দিল্লির বিজ্ঞান ভবনে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও পীষূষ গোয়েলের সঙ্গে ফের এক দফায় বৈঠকে বসেন কৃষক প্রতিনিধিদল। কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কয়েক হাজার কৃষক ৯ নম্বর জাতীয় সড়কে শিবির করেছেন। এবং ইউপি গেটের কাছে কৃষকরা অবরোধে করে আছেন জাতীয় সড়কে। যার জেরে গাজিয়াবাদ থেকে দিল্লি যাওয়ার পথে যান চলাচল ব্যাহত হচ্ছে।

<strong>মেদিনীপুর বনাম কালীঘাট, 'দাদার অনুগামীদের' সরিয়ে শুভেন্দুকে বার্তা মমতার</strong>মেদিনীপুর বনাম কালীঘাট, 'দাদার অনুগামীদের' সরিয়ে শুভেন্দুকে বার্তা মমতার

English summary
Govt may summon special Parliament session to amend parts of new Farm Laws demanded by protesting farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X