For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দামে আরও কমতি! ২ দিনে ২০০০ টাকা কমল দাম

সোনার দামে আরও কমতি! ২ দিনে ২০০০ টাকা কমল দাম

  • |
Google Oneindia Bengali News

সোনার দাম ক্রমাগত পড়তে শুরু করেছে ভারতীয় বাজারে। গত দুই দিন ধরে ক্রমাগত পতনমুখী সোনার দাম। গত দুই দিনে ২০০০ টাকা পড়েছে সোনার দাম। ১০ গ্রামে সোনার দামের এই পতন , রীতিমতো উল্লেখ্য বলে মনে করা হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক ভারতের বাজারে সোনার দাম। এদিন বাজার খুলতেই আরও এক শতাংশ কমেছে সোনার দাম।

 কত কমেছে সোনার দাম?

কত কমেছে সোনার দাম?

সোনার দাম এদিন ৪৪৯ টাকা কমেছে যা শতাংশের বিচারে ১.০৬ শতাংশ। সকালে এমসিএক্স- এ সোনার দাম সকাল সাড়ে দশটায় ৪১, ৭৫৭ টাকা হয়ে যায়। উল্লেখ্য, ২০০৮ সালের পর বিশ্ব জুড়ে ইক্যুইটিতে পতনের পর সোনা ও রুপোর দামে ক্রমাগত পতন দেখা যায়। যদিও কয়েকদিন আগে সোনার দাম উর্ধ্বমুখী ছিল, তবে পরবর্তীকালে করোনার ছড়াতেই এর প্রভাব পড়ে বাজারে।আর বাজারে তার জেরে আতঙ্কের সঞ্চার হয়।

 কলকাতায় সোনার দাম কত?

কলকাতায় সোনার দাম কত?

কলকাতায় সোনার দাম আজ ২২ ক্যারেটের বিচারে ৪২, ৪৭০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটের দাম ৪৩,৮৮০ টাকা হয়েছে। সোনার দাম এদিন কমতির দিকে যাওয়ায় বিয়ের মরশুমের আগে খানিকটা আশা গয়নার বাজারে।

 দিল্লি সহ বাকি মেট্রোতে দাম কত?

দিল্লি সহ বাকি মেট্রোতে দাম কত?

দিল্লিতে সোনার দাম ৪২, ২১০ টাকা ২২ ক্যারেটের বিচারে। ৪৩,৪৬০ ২৪ টাকা দাঁড়িয়েছে ২৪ ক্যারেট সোনার জন্য। মুম্বইতে ২২ ক্যারেট সোনার দাম ৪২,৪৬০ টাকা, ২৪ ক্যারাটে সোনার দাম ৪৩ হাজার টাকা।

দেশের বাকি শহরে কত দাম ?

দেশের বাকি শহরে কত দাম ?

বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার দাম ৪০, ৫১০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম ৪৪, ২৩০ টাকা। হায়দরাবাদে ২২ ক্যারেট সোনার দাম ৪১,৫৭০ টাকা, ও ২৪ ক্যারেট সোনার দাম ৪৫, ৪৩০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে।

English summary
Gold price Fall down about Rs 2000 per 10 gram in two days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X