For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ থেকে 'শিক্ষা' নিতে ব্রাজিল ট্যুরে গোয়ার ৬ বিধায়ক, ফাউল বলে চিৎকার কংগ্রেসের

Google Oneindia Bengali News

বিশ্বকাপ থেকে 'শিক্ষা' নিতে ব্রাজিল ট্যুরে ৬ বিধায়ক, ফাউল বলে চিৎকার কংগ্রেসের
পানাজি, ১২ জুন : বিশ্বকাপ ব্রাজিলে হলেও ভারতে উন্মাদনার কমতি নেই মোটেই। সারা দেশ এখন খুটবল জ্বরে কাবু। আর তারই মাঝে গোয়ার ৬ বিধায়কের 'শিক্ষামূলক ভ্রমণে' ব্রাজিল যাওয়া নিয়ে উঠল চরম বিতর্ক। গোয়ার ক্রীড়া মন্ত্রী সহ ৬ বিজেপি বিধায়ক বিশ্বকাপের আয়োজন দেখতে ব্রাজিলে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। এই মাসের শেষের দিকেই রিয়োতে পৌছনোর কথা তাঁদের।

আর তাতে কান্নাকাটি জুড়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, জনগণের টাকার অপব্যবহার করে বিশ্বকাপের জন্য বিদেশভ্রমণের অর্থ বরাদ্দ করা হয়েছে। জনগণের টাকায় মোচ্ছব করতে ব্রাজিলে যাচ্ছেন বিজেপির ক্রীড়ামন্ত্রী-সহ ৩ মন্ত্রী ও বাকি তিন বিধায়ক। সূত্রের খবর অনুযায়ী, এই বিদেশ ভ্রমণের জন্য কমপক্ষে ৮৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

তিন মন্ত্রী সহ ৬ বিধায়কের ব্রাজিল ভ্রমণের জন্য বরাদ্দ হয়েছে কমপক্ষে ৮৯ লক্ষ টাকা

কিন্তু গোয়া সরকার অবশ্য কংগ্রেসে এই অভিযোগ মানতে নারাজ। তাদের কথায় এই ব্রাজিল ভ্রমণ যথার্থই। গোয়া সরকারের তরফে দাবি, এটি আসলে একটি শিক্ষামূলক ভ্রমণ। তাঁদের যুক্তি রাজ্যের রাজনৈতিক নেতাদের নিত্যনতুন ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করতে হয়। বিশ্বকাপের মতো বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন থেকে অনেককিছুই শেখার থাকে। যা সচক্ষে না দেখলে বোধগম্য হওয়া মুশকিল। সূত্রের তরফে জানানো হয়েছে, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরও এবিষয়ে সম্মতি জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, ফুটবল বিশেষজ্ঞদের কোনও প্রতিনিধি দল অথবা রাজ্যের ক্রীড়া কর্তৃপক্ষের সদস্যদেরও পাঠানো হচ্ছে না ব্রাজিলে। ক্রীড়া মন্ত্রী রমেশ তাওয়াড়কর ছাড়াও বিদ্যুৎ মন্ত্রী ও মৎস্য দফতরের মন্ত্রীও যাচ্ছেন বিশ্বকাপ দেখতে। আশ্চর্যের বিষয় এই প্রতিনিধি দলে কোনও আমলাকেও রাখা হয়নি।

উিটবল গোয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গোয়া ভারতকে জাতীয় স্তরের বহু দামি ফুটবলার দিয়েছে। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গোয়ার দুই অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ব্রহ্মানন্দ শঙ্খোয়ালকর এবং ব্রুনো কুটিনহো ব্রাজিলে ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু গোয়ার এই ব্রাজিল ভ্রমণের প্রতিনিধি দলে তাঁদেরও সামিল করা হয়নি।

English summary
Goa MLAs to 'Study' World Cup in Brazil, Congress Cries Foul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X