For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jagannath Rath Yatra 2018 Live: পুরীর রথে রশিতে পড়ল টান, মাসির বাড়ির পথে জগন্নাথ

দেশজুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি নাম পুরীর রথযাত্রার।

Google Oneindia Bengali News

দেশজুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি নাম পুরীর রথযাত্রার। এখানকার রথযাত্রার ইতিহাস এবং জগন্নাথধাম হিসাবে পরিচিত পুরীকে নিয়ে ধর্মপ্রাণেদের রয়েছে শ্রদ্ধাশীল অনুভূতি। আর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতি সেই শ্রদ্ধা নিবেদনেই ফি বছর পুরীতে জমায়েত হন কয়েক লক্ষ মানুষ।

রথযাত্রায় লাখ ভক্ত সমাগমে সরগম পুরী

পুরীর রথযাত্রার আড়ম্বর রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়। কয়েক শ'বছরের পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে এখানকার রাজবংশের ইতিহাস। এই ইতিহাসও প্রচণ্ডরকমের ঐতিহ্যমণ্ডিত এবং বর্তমানে পুরীর মানুষ এখনও সেই ইতিহাসকে গর্বের বলেই বোধ করেন। দেশ স্বাধীন হওয়ার পর পুরীর রাজাদের রাজত্বের অবসান হয়েছে কিন্তু এখনও ঐতিহ্য মেনে স্বর্ণ ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন পুরীর বর্তমান মহারাজা।

দেখুন পুরীর রথযাত্রার সরাসরি লাইভ, সৌঃ ওড়িশা টিভি

Newest First Oldest First
5:15 PM, 14 Jul

অভূতপূর্ব এক দৃশ্য, লাখ লাখ ভক্ত রথ টেনে নিয়ে চলেছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ির উদ্দেশে।
3:35 PM, 14 Jul

রথের রশিতে পড়ল টান, লাখ লাখ ভক্তের সমাগমে মাসির বাড়ির পথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
2:59 PM, 14 Jul

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কারের আগে পুরীর গজপতি মহারাজা দিব্য সিং দেব পালন করছেন চেহারা প্রাণাহারা আচার।
2:54 PM, 14 Jul

পুরী মন্দিরের সামনে পৌঁঁছলেন রাজা, স্বর্ণ ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দিয়ে তিনি রথযাত্রার সূচনা করবেন।
2:53 PM, 14 Jul

রথে তিন বিগ্রহকে বরণ ও পুজো করতে চলেছেন পুরীর শঙ্করাচার্য।
2:51 PM, 14 Jul

পাহাণ্ডি আচার শেষ হতেই শুরু হয়ে যায় 'মদনমোহন বিজে' আচার, তারই ভিডিও টুইটারে শেয়ার করেছে ওটিভি।
2:47 PM, 14 Jul

কত দূর পর্যন্ত বিস্তত পুরীর রথের রশি, এই ভিডিও-তে মিলল তার প্রমাণ।
2:44 PM, 14 Jul

৩টি বিগ্রহকেই নির্দিষ্ট রথে তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হল পাহাণ্ডি, দেখুন ভিডিও।
2:43 PM, 14 Jul

জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-র বিগ্রহে রথে নিয়ে যাওয়া হচ্ছে পুরী মন্দির থেকে, দেখুন ভিডিও।
2:36 PM, 14 Jul

পুরীর মন্দির থেকে বাইরে আনা হচ্ছে জগন্নাথের বিগ্রহ। এটাকে পাহাণ্ডি আচার পালন বলা হয়।
2:31 PM, 14 Jul

পুরীর সমুদ্র তীরে স্যান্ড আর্ট জগন্নাথ রথযাত্রা উৎসব উপলক্ষে।
2:29 PM, 14 Jul

পাহাণ্ডি রিচুয়ালের মুহূর্ত, এদিন সকাল ৯টা নাগাদ এই উপাচার শুরু হয়েছিল।
11:51 AM, 14 Jul

এই বছর ৯ জুন নিউ ইয়র্কে রথযাত্রা উৎসব পালিত হয়েছে, তারই একটি ভিডিও রইল আপনাদের জন্য।
11:43 AM, 14 Jul

পুরীর জগন্নাথ রথযাত্রা নিয়ে ১৪টি অবাক করা তথ্য।
11:39 AM, 14 Jul

রথযাত্রা উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা।
11:38 AM, 14 Jul

প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে পুরীর রথযাত্রার লাইভ সম্প্রচারণ।
11:35 AM, 14 Jul

রথযাত্রা উৎসবের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির টুইট।
11:31 AM, 14 Jul

জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ, বলরামের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ ও সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ।
11:30 AM, 14 Jul

পুরিতে জগন্নাথের রথে ১৬টি চাকা থাকে, বলরাম ও সুভদ্রার রথের চাকা ১৪ ও ১২টি।
11:26 AM, 14 Jul

রথ নির্মাণের কাঠ মহানদীতে ভাসিয়ে আনা হয়, পুরীর কাছে একটি স্থানে কাঠগুলিকে মহানদী থেকে ডাঙায় তুলে ট্রাকে করে নিয়ে আসা হয়।
9:14 AM, 14 Jul

প্রতি বছর পুরীতে নতুন রথ নির্মাণ হয়, রথের উচ্চতা-সহ অন্য়ান্য বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখা হয়, ফাঁসি ও ধাউসা-সহ বিভিন্ন গাছের কাঠ দিয়ে রথ তৈরি করা হয়, দসাপাল্লা নামে একটি স্থান থেকে একদল বিশেষ কাঠমিস্ত্রি এসে এই রথ নির্মাণ করে। দসাপাল্লা আগে একটি স্বাধীন রাজ্য ছিল, এখানকার কাঠের মিস্ত্রিরা খুবই দক্ষ

English summary
Todays whole india is celebrating Jagannath Rath yatra. Puri's Jagannath Rath Yatra is the most famous in the world. Lakhs of devotees have already reached Puri to show respect to deities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X