For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলি থেকে আজকের আইএএস, শ্রীনাথ কে–এর অনুপ্রাণিত কাহিনী হার মানাবে সিনেমার গল্পকে

আইএএস শ্রীনাথের অনুপ্রাণিত করা গল্প

Google Oneindia Bengali News

আজকের কেরিয়ার–ভিত্তিক বিশ্বে সকলেই চায় একটু এগিয়ে গিয়ে নিজেদের জীবনের স্বপ্নগুলিকে পূরণ করতে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেকেই বহু কঠিনতার মধ্য দিয়ে যা আর তারপরই সফলতা পায় তাঁরা। সেরকমই একজন হলেন শ্রীনাথ কে, যিনি কেরলের একজন কুলি, যিনি স্বপ্ন দেখেছিলেন সরকারি চাকরি করবেন। তিনি নিজের এই স্বপ্ন শুধু পূরণই করেননি বরং বহু ইউপিএসসি পরীক্ষার্থীর জীবনে এক জলজ্ব্যান্ত অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তাঁর এই সফলতার কাহিনী খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি শুধু তাঁর কঠোর পরিশ্রমের জোরেই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেননি, তাঁর কোনও বই ও শিক্ষকও ছিল না তাঁকে গাইড করার মতো। এই গল্পটি হল আইএএস শ্রীনাথ কে–এর অবিশ্বাস্য ও আকর্ষণীয় সফলতার কাহিনী।

কুলির কাজ করতেন শ্রীনাথ

কুলির কাজ করতেন শ্রীনাথ

মুন্নারের বাসিন্দা শ্রীনাথ কুলির কাজ করতেন কেরলের এর্নাকুলামে। তিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং তিনি স্টেশনে যাত্রীদের লাগেজ-ব্যাগ বইতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তরুণ বয়স থেকে কঠিন এই চাকরির পেছনে নিজের সব কঠোর পরিশ্রম উৎসর্গ করার পর তিনি নেতৃত্বকারী কুলিতে পরিণত হন। জরুরি শারীরিক পরীক্ষায় সাফল্য অর্জনের পর তিনি এই পদ অর্জন করেন এবং এই একই কাজ তিনি আরও পাঁচ বছর ধরে করেন।

শ্রীনাথের উপলব্ধি

শ্রীনাথের উপলব্ধি

২০১৮ সালে যখন শ্রীনাথের ২৭ বছর বয়স, তখন তিনি উপলব্ধি করেন যে তিনি যা উপার্জন করে তা তাঁর পরিবারের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে তাঁর এক বছরের একটি মেয়ে রয়েছে, তাঁকে ভবিষ্যতের খরচের কথা চিন্তা করতে হচ্ছে এবং অর্থ জমানোর কথাও ভাবতে হচ্ছে পাশাপাশি। তিনি কখনই চাইতেন না যে তাঁর অল্প উপার্জনের ফলে তাঁর ছোট মেয়েকে সেটা ভোগ করতে হোক। এই কারণে তিনি দিনের পাশাপাশি রাতেও পরিশ্রম করতে শুরু করলেন, কারণ শ্রীনাথ প্রতিদিন ৪০০-৫০০ টাকাই উপার্জন করতে পারতেন। সর্বোপরি শ্রীনাথ একজন পরিণত মানুষ ছিলেন তিনি সর্বদা তাঁর পরিবারকে ভালো রাখার চেষ্টার ত্রুটি রাখতেন না।

 সিভিল সার্ভিসের প্রস্তুতি

সিভিল সার্ভিসের প্রস্তুতি

একদিন তাঁর মাথায় সিভিল সার্ভিসের জন্য আবেদন করার কথা মাথায় এল, কিন্তু তিনি এতটাই আর্থিক অনটনে ছিলেন যে শিক্ষকের মোটা টাকা ও পড়াশোনার জন্য বই কেনার মতো সামর্থ ছিল না। তিনি একমাত্র তাঁর মোবাইল ফোনের ওপরই বিশ্বাস রাখতে পেরেছিলেন। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে সরকার মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু করে, যা শ্রীনাথের লক্ষ্য পূরণের জন্য দারুণ সুযোগ এনে দেয়। তিনি এই ওয়াইফাইকে কাজে লাগিয়ে সিভিল সার্ভিস পাশ করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যেতে লাগলেন এবং এবং তাঁর এই মানসিকতা তাঁকে তাঁর সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

 পড়াশোনা করেছেন ওয়াইফাই ব্যবহার করে

পড়াশোনা করেছেন ওয়াইফাই ব্যবহার করে

এই ওয়াইফাইয়ের মাধ্যমে শ্রীনাথ অনলাইনে লেকচার শুনতেন যখন তিনি রেল স্টেশনে কাজ করতেন। বই ও অন্যান্য পড়াশোনার সামগ্রী কেনার বদলে শ্রীনাথ স্মার্টফোন, মেমোরি কার্ড ও একজোড়া ইয়ারফোন কেনেন এবং এটা নিয়েই বিনামূল্যে ওয়াইফাইকে কাজে লাগিয়ে এক তরুণ কুলি তাঁর লক্ষ্যে এগিয়ে যেতে শুরু করেন। শ্রীনাথের কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের ফলে তিনি কেরল পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রীনাথ এমন চাকরির সন্ধান করছিলেন যা তাঁকে একটি যুক্তিসঙ্গত আয়ের মাধ্যমে তাঁর পরিবারকে আরও ভালভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং তার গ্রামের উন্নতির জন্য তাঁকে কিছু শক্তি দিয়ে ক্ষমতায়িত করতে পারে। তিনি সরকারের ভূমি রাজস্ব অধিদপ্তরে গ্রামীণ সহকারী হিসেবে চাকরি পেতে চেয়েছিলেন। ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য তাঁকে চারবার চেষ্টা করতে হয়, কিন্তু তিনি কখনও হাল ছেড়ে দেননি এবং আরও বেশি করে পরিশ্রম করে গিয়েছেন এবং নিজের ওপর বিশ্বাস রেখেছেন। শ্রীনাথের শেষবারের চেষ্টায় তিনি ৮২ শতাংশ নম্বর পান। প্রতিটি চেষ্টার সঙ্গে, তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং তাঁর উচ্চাকাঙ্খার উপর মনোনিবেশ করেন।

আজকের যুগের জীবন্ত উদাহরণ আইএএস শ্রীনাথ

আজকের যুগের জীবন্ত উদাহরণ আইএএস শ্রীনাথ

যতদিন না তাঁর স্বপ্ন পূরণ হয়েছে, শ্রীনাথ তাঁর কুলির চাকরি ছাড়েননি কারণ সেটাই একমাত্র তাঁর পরিবারের উপার্জনের উৎস ছিল। তাই তিনি একই সঙ্গে দুটি কাজ সম্পন্ন করার মনস্থির করলেন। তিনি বসে বসে সুযোগের অপেক্ষা করেননি বরং নিজের বাস্তবতা তৈরি করেছেন। এভাবেই তৈরি হয়েছে আজকের আইএএস শ্রীনাথ। তিনি সত্যিই উচ্চাকাঙ্ক্ষী ছাত্রদের জন্য একটি জীবন্ত অনুপ্রেরণা। কারণ তিনি স্বপ্ন দেখেছেন এবং হাল না ছেড়ে তা পূরণ করেছেন। কারণ তিনি জানেন প্রতিটি কঠোর পরিশ্রমের মূল্য একদিন না একদিন পাওয়া যায়।

English summary
A coolie passed the UPSC exam using only phone and WiFi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X