For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদীর ঘাটে পদপিষ্ট হয়ে মৃত্যু! রাসপূর্ণিমায় পুণ্যস্নানে গিয়ে কেন ঘটল এই ঘটনা

বেগুসরাইযের সিমারিয়া নদীঘাটে প্রতি বছর কার্তিক পূর্ণিমার বিশেষ দিনে জমায়েত হন লক্ষাধিক পুণ্যার্থী। আচমকাই গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্কে হুড়োহুড়ি।

  • |
Google Oneindia Bengali News

রাসপূর্ণিমায় পুণ্য-স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। বেগুসরাইয়ের সিমারিয়া নদী ঘাটে পূণ্যস্নানের সময় হঠাৎ গুজব ছড়াতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

রাসপূর্ণিমায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্টে মৃত্যু ৪ পুণ্যার্থী

বেগুসরাইযের এই সিমারিয়া নদীঘাটে প্রতি বছর কার্তিক পূর্ণিমার বিশেষ দিনে জমায়েত হন লক্ষাধিক পুণ্যার্থী। আচমকাই গুজব ছড়িয়ে পড়ে। আর তাতেই বিপত্তি বাধে। স্নানের ঘাটেই শুরু হয় হুড়োহুড়ি। ছুটে পালাতে গিয়ে পড়ে যান পুণ্যার্থীরা। তাঁদের মাড়িয়ে চলে যান অন্যান্যরা। কীসের গুজব স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে স্থানীয়রা জানায় বাণ আসছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

রাসপূর্ণিমায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্টে মৃত্যু ৪ পুণ্যার্থী

ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় চারজনের দেহ। উদ্ধারকারী দল মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জন আহতের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ মাইকিং শুরু করে আতঙ্ক প্রশমিত করার চেষ্টা করে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি সিমারিয়া নদীঘাটে পদপিষ্ট হয়ে মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেন। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন নীতীশ কুমার।

English summary
Four pilgrims are died being stampede at Simria river ghat of Bihar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X