For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তৃতা হবে তাৎক্ষণিক, বৃষ্টি রোধে থাকবে না ছাতাও

Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তৃতা হবে তাৎক্ষণিক, বৃষ্টি রোধে থাকবে না ছাতাও
নয়াদিল্লি, ১৪ অগস্ট : তিনি যে সবার থেকে আলাদা তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তথা ব্যক্তি নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার বক্তৃতা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। আর সেই প্রথম ভাষণের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এমনকী দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও। অথচ কোনও লিখিত ভাষণই নাকি তৈরি করা হয়নি প্রধানমন্ত্রীর জন্য। শুক্রবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় তাৎক্ষণিক বক্তৃতা দেবেন মোদী। এমনকী বৃষ্টিও তাঁর ভাষণে বাধা হতে পারবে না।

সম্ভবত নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৫ অগস্টে কাগজে লেখা ভাষণ পাঠ করার চিরাচরিত প্রথা থেকে সরে তাৎক্ষণিক বক্তৃতা দেবেন। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষণে প্রাধান্য পেতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুলেট পয়েন্টে লেখা থাকবে কাগজে। সেই কাগজটি নিয়েই মঞ্চে উঠবেন নরেন্দ্র মোদী।

লিখিত ভাষণ পাঠে ছন্দপতন হবে, নিজস্বতা হারাবে, তাই তাৎক্ষণিক বক্তৃতাই পছন্দ মোদীর

শুধু তাই নয়, বৃষ্টি হলে ছাতাও চাই না প্রধানমন্ত্রীর। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর ভাষণের সময় বৃষ্টি পড়লেও যেন তাঁর মাথায় ছাতা না ধরা হয়। বৃষ্টির মধ্যেই তিনি নিজের বক্তৃতা এগিয়ে নিয়ে যেতে চান।

লেখা দেখে পড়ে বক্তৃতা দিতে না চাওয়ার পিছনে নরেন্দ্র মোদীর যুক্তি তাতে তাঁর সাধারণ লয় ভঙ্গ হবে। তাঁর ভাষণের নিজস্বতা হারাবে। বিজেপিরই আর এক বলিষ্ঠ নেতা অটল বিহারী বাজপেয়ীও অত্যন্ত সুবক্ত হলেও কোনও লেখা দেখে পড়তে গেলে তিনি তাঁর দ্যুতি হারাতেন। তাই সে পথে নরেন্দ্র মোদী হাঁটতে চান না বলেই জানালেন মোদী ঘণিষ্ঠদের একাংশ।

সম্ভবত সকাল ৭ টা ২০ মিনিট নাগাদ লালকেল্লায় পৌছবেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর গার্ড অফ অনারের পর জাতীয় পতাকা উত্তোলন করবেন নরেন্দ্র মোদী। তাঁর ভাষণ ৪৫ থেকে ১ ঘন্টা পর্যন্ত চলবে। কোনও একটি বিষয় নয় বরং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এদিন বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। এই প্রথমবার অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি আসনব্যবস্থা করা হয়েছে।

English summary
For PM Modi's Independence Day Speech, No Notes, No Umbrellas For Rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X