For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারী বর্ষণের জের, বিহার মৃত ৪১, প্লাবনে বিপর্যস্ত অসমে বাড়ছে মৃতের সংখ্যা

গত ৩ দিন টানা বর্ষণের জেরে বিহারের কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বর্ষণের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন।

  • |
Google Oneindia Bengali News

গত ৩ দিন টানা বর্ষণের জেরে বিহারের কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বর্ষণের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন। বিহারর পাশাপাশি বন্যায় বিপর্যস্ত অসম। প্লাবনের মতো পরিস্থিতি থেকে বাদ যায়নি উত্তরবঙ্গও। ভারী বর্ষণের জেরে উত্তর পূর্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পেল যোগাযোগ। বর্ষণের জেরে অরুণাচল প্রদেশেও বিভিন্ন জায়গায় ধস নেমেছে।

ভারী বর্ষণের জের, বিহার মৃত ৪১, প্লাবনে বিপর্যস্ত অসম

বিহারের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে সওয়ার হন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের কিষানগঞ্জ, পূর্ণিয়ার বেশ কিছু অংশ সহ আরারিয়া জেলার বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটের ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকেো বসেন নীতীশ কুমার। কোশী, গণ্ডক, মহানন্দার জল বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকতে শুরু করে। এনডিআরএফের ১০টি দল বিভিন্ন এলাকায় ত্রাণের কাজে নেমেছে সেখানে।

অসমে বন্যায় দ্বিতীয় দফায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন। জলে ভেসে গিয়ে নিখোঁজ ১০ জন। পাল্লা দিয়ে বাড়ছে পশু মৃত্যুর সংখ্যাও। কাজিরাঙার ৯৫ শতাংশই জলের তলায়। এদিকে, বন্যা পরিস্থিতি নিয়ে সেরাজ্যে পর্যালোচনায় বসেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ গোয়েল। রাজ্যে বন্য়া পরিস্থিতির প্রেক্ষইতে স্বাধীনতা দিবস পালনে আড়ম্বর কম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ গোয়েল।

English summary
floodlike situation in bihar kills 41,assam is also hit by flood .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X