For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে শুরু বিধানসভা নির্বাচন! প্রথমদফা চলছে নির্বিঘ্নেই

ঝাড়খণ্ডে প্রথমদফার নির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। এদিন ছয় জেলার ১৩ টি কেন্দ্রে ভোট রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডে প্রথমদফার নির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। এদিন ছয় জেলার ১৩ টি কেন্দ্রে ভোট রয়েছে। এদিনের নির্বাচনে বিশিষ্ট প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন রাজ্যের একজন মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রথম পর্যায়ের ভোটে ১৮৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। মোট ভোটদাতার সংখ্যা ৩৭,৮৩,০৫৫ জন। এর মধ্যে মহিলা ১৮,০১,৩৫৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

ভোট নকশাল অধ্যুষিত এলাকায়

প্রথম পর্যায়ের নির্বাচন হচ্ছে নকশাল অধ্যুষিত এলাকাতেও। যার মধ্যে রয়েছে লাতেহার, লোহারডাগা, চাত্রা, গুমলা, মানিকা, পাঙ্কি এবং ডালটনগঞ্জ। প্রথম পর্যায়ের ১৩ আসনের মধ্যে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ১২ টি আসনে। হোসেনাবাদ আসনে বিজেপি সমর্থন করছে নির্দলীয় বিনোদ সিংকে।

অন্যদিকে বিরোধী জেএমএম, কংগ্রেস এবং আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করছে যথাক্রমে চার, ছয় এবং তিনটি আসনে।

 নির্বাচনে বিশিষ্ট প্রার্থীরা

নির্বাচনে বিশিষ্ট প্রার্থীরা

এদিনের নির্বাচনের প্রার্থীদের মধ্যে বিশিষ্ট বলতে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী এবং রাজ্য কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন আইপিএস রামেশ্বর ওঁরাও।

বেশি সংখ্যায় ভোট দেওয়ার আবেদন

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী রঘুবর জদদজাস বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য ভোট দাতাদের কাছে আহ্বান জানিয়েছেন।

ভোট শেষ ২০ ডিসেম্বর

শেষ পর্যায়ের ভোট ২০ ডিসেম্বর। আর ভোট গণনা করা হবে ২৩ ডিসেম্বর।

English summary
First Phase Election in 13 constituencies starts in Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X