For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এমন পোকামাকড়গুলোকে শেষ করে দিন', শারজিল প্রসঙ্গে অমিত শাহকে কোন 'শাস্তি'র আবেদন শিবসেনার

  • |
Google Oneindia Bengali News

শাহিনবাগে দেশবিরোধী বক্তব্যের জেরে শার্জিল ইমামকে গ্রেফতার করা হয়েছে বিহারের জেহানাবাদ থেকে। এরপরই জেএনইউয়ের ছাত্র শার্জিলের গ্রেফতারি ও পুলিশি হেফাজত ঘিরে আলোচনা শুরু হয়। আর এই ইস্যু নিয়ে এবার মুখ খুলেছে মহারাষ্ট্রের শাসক দল তথা কট্টর দক্ষিণপন্থী রাজনৈতিক দল শিবসেনা। শিবসেনার মুখপত্র 'সামনা'য় শার্জিলের গ্রেফতারি নিয়ে কার্যত বিজেপি শিবিরকেই দরাজ সার্টিফিকেট দেওয়া হল।

শার্জিলকে নিয়ে শিবসেনার দাবি কী?

শার্জিলকে নিয়ে শিবসেনার দাবি কী?

শিবসেনার মুখপাত্র জানিয়েছে, ' শার্জিল ইমাম চেয়েছিল ভারতের চিকেনস নেক নিয়ে নিতে। পাশাপাশি ভারতকে ভাগ করতে চেয়েছিল। তার হাত কেটে দেওয়া উচিত, আর তা ঝুলিয়ে দেওয়া উচিত চিকেনস নেক হাইওয়েতে। অমিত শাহের উচিত এমন কীটকে এখখুনিই শেষ করা। তবে তাঁর (অমিত শাহ) উচিত এই বিষয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো। ' প্রসঙ্গত, শিবসেনার 'সামনা'র এমন বক্তব্য কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পরও আসতে থাকায়, তা রাজনৈতিক দিক থেকে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

শার্জিল ইমাম ও 'সামনা'র বক্তব্য

শার্জিল ইমাম ও 'সামনা'র বক্তব্য


শিবসেনা মুখপত্র 'সামনা' লিখেছে, 'গোটা দেশেই নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা হচ্ছে। তবে দেশ বিরোধী বক্তব্য কেউ রাখেননি এই গোটা আন্দোলনে ।' এমন বক্তব্য রেখেই শার্জিলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় শিবসেনার 'মুখপত্র'। প্রসঙ্গত, জেএনইউয়ের ধৃত পড়ুয়া শার্জিলের বিরুদ্ধে অভিযোগ উত্তরপূর্ব ভারতে বিচ্ছিন্নতায় উস্কানি দেওয়াসূচক এক বক্তব্য ঘিরে।

 ষড়যন্ত্রের তত্ত্ব!

ষড়যন্ত্রের তত্ত্ব!

শিবসেনার দাবি, 'শ্রেণি সংঘর্ষ যাতে হয়, তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ' শিবসেনা মুখপত্রের আরও দাবি, যাতে অনন্তকাল ধরে বিবাদ , বিরোধ থেকে যায়, সেরকম একটি গৃহযুদ্ধের ইন্ধন দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এই সমস্ত কাজ হচ্ছে 'রাজনৈতিক গবেষণাগারে'।

'একজন শার্জিলের গ্রেফতারি কিছুই নয়'

'একজন শার্জিলের গ্রেফতারি কিছুই নয়'


শিবসেনার তরফে দাবি, 'একজন শার্জিল ইমামের গ্রেফতারি কিছুই নয়। দেখা উচিত যাতে আর কোনও শার্জিল ইমাম তৈরি না হয়। সরকার এই বিষয়টি নিশ্চিত করুক।' আর শার্জিলকে শিবসেনার এমন বক্তব্যেই চড়ছে উত্তেজনার পারদ।

English summary
'finish such insects immediately' , Sena's Samna says on Sharjeel's arrest .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X