For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় রাস্তায় কাশ্মীরী মহিলারা, আটক ফারুকের বোন ও মেয়ে

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার এবং সেখানকার বিশেষ মর্যাদা রদের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন সহ প্রচুর মহিলা বিক্ষোভকারী।

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার এবং সেখানকার বিশেষ মর্যাদা রদের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন সহ প্রচুর মহিলা বিক্ষোভকারী। আজ শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে বহু মহিলা জড়ো হন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করতেই পুলিশ ও মহিলা সিআরপিএফ কর্মীরা তাঁদের আটকাতে তৎপড় হয়। এক ডজনেরও বেশি বিক্ষোভকারী মহিলাকে আটক করে। আটক করা মহিলাদের মধ্যে আবদুল্লাহর বোন সুরাইয়া আবদুল্লা, তাঁর মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির রয়েছেন।

৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় রাস্তায় কাশ্মীরী মহিলারা, আটক ফারুকের বোন ও মেয়ে

ঘটনা প্রসঙ্গে সুরাইয়া আবদুল্লা বলেন, "৫ অগাস্ট আমাদের বাড়ির ভিতরে তালাবদ্ধ করে রেখে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যহার করা হয়েছিল। জোর করে বিয়ে দিলেও কার্যকর হয় না।" পাশাপাশি বিক্ষোভকারীদের তরফে সুরাইয়া অবিলম্বে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান। এছাড়া জাতীয় স্তরের সংবাদমাধ্যম কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ আনেন তিনি।

৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ অধিকার বাতিল করা হয়। এরপর অপর একটি আইন পাশ করিয়ে জম্মু ও কাশ্মিরকে এবং লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা ঘোষণা করা হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত নিরাপত্তারক্ষী। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয় বহুদিন। গ্রেফতার করা হয় সেখানকার বিচ্ছিনতাবাদী নেতা ও রাজনৈতিক নেতাদের। ৩৭০ ধারা বাতিলের ঘোষণার আগেই প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারিক আব্দুল্লাহ, তাঁর ছেলে ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে আটক করে গৃহবন্দি করা হয়।

অমিত শাহের সঙ্গে সৌরভের কী কথা হয়েছে! বিসিসিআই প্রধান ইস্যুতে জানালেন বঙ্গসন্তানঅমিত শাহের সঙ্গে সৌরভের কী কথা হয়েছে! বিসিসিআই প্রধান ইস্যুতে জানালেন বঙ্গসন্তান

English summary
Farooq Abdullah's Sister and daughter detained for protesting against abbrogation of Article 370
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X