For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান কৃষকদের! 'দিল্লি চলো'র রূপরেখা কোনদিকে

  • |
Google Oneindia Bengali News

দেশে কৃষকরা কার্যত প্রত্যাখ্যান করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আলোতনার প্রস্তাবকে। আগামী ৩ ডিসেম্বর বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় কেন্দ্র। আলোচনায় বসতে আহ্বান জানানো হয় কৃষি মন্ত্রীর তরফে। তবে সেই প্রস্তাবকে এদিন পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে জমায়েত হওয়া কৃষকরা নস্যাৎ করে দেন।

অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান কৃষকদের! দিল্লি চলোর রূপরেখা কোনদিকে

প্রসঙ্গত, ৩০ টি কৃষক সংগঠন এদিন হরিয়ানা ও দিল্লি সীমান্তে আলচনায় বসে কেন্দ্রের বৈঠকের প্রস্তাব প্রসঙ্গে। আর সেখানেই কেন্দ্রের সঙ্গে আপাতত আলোচনার রাস্তা বন্ধের পথ ধরেছেন বিক্ষোভরত কৃষকরা। তাঁদের দাবি কোথায় তাঁরা ধর্মঘট চালাবেন, সেই জায়গা এখন বড় ইস্যু নয় তাঁদের কাছে। বরং সবচেয়ে বড় ইস্যু হল, তাঁরা কেন্দ্রের কৃষিবিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে বলতে চলেছেন।

কৃষকদের 'দিল্লি চলো' নিয়ে গতিবিধি কী হবে তার রূপরেখা নিয়ে পরবর্তীকালে জানানো হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি।ওদিন কেন্দ্রীয় প্রস্তাব নিয়ে তাঁরা দিল্লি হরিয়ানায় সিহ্ঘু সীমান্তে জমায়েত করেন । তারপরই আসে কৃষক সংগঠনগুলির সিদ্ধান্তের বার্তা।

English summary
Farmer unions reject Centre’s offer of early talks to resolve deadlock over farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X