For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক বিক্ষোভের জেরে দুর্গে পরিণত গাজিপুর! কোনও কারণ ছাড়াই সৌগতদের আটকাল পুলিশ

Google Oneindia Bengali News

বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ ১০টি বিরোধী দলের ১৫ জন সাংসদ আজ সকালে যান গাজিপুর সীমানায়। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দুঃখজনক বলে তোপ দেগেছেন বিরোধীরা।

১০টি বিরোধী দলের ১৫ জন সাংসদ যান সেখানে

১০টি বিরোধী দলের ১৫ জন সাংসদ যান সেখানে

সৌগত রায় ছাড়াও এ দিন শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল, এনসিপি-র সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোঝি ও ১০টি বিরোধী দলের ১৫ জন প্রতিনিধি একটি বাসে চড়ে যান দিল্লির সীমানায়। তবে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের পথ আটকায় পুলিশ।

ঘটনার নিন্দা করে হরসিমরত কৌর বাদলের টুইট

ঘটনার নিন্দা করে হরসিমরত কৌর বাদলের টুইট

এই ঘটনার নিন্দা করে হরসিমরত কৌর বাদল টুইটে লেখেন, 'গাজিপুর সীমানায় যে পরিস্থিতি তৈরি হল তা প্রত্যক্ষ করলাম। অন্নদাতাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দুঃখজনক। যুদ্ধক্ষেত্রের মতো ব্যারিকেড ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে কৃষকদের। এমনকি বিক্ষোভস্থলে অ্যাম্বুল্যান্স ও দমকলও ঢুকতে দেওয়া হচ্ছে না।'

বিজেপি ও অমিত শাহকে আক্রমণ সৌগতর

বিজেপি ও অমিত শাহকে আক্রমণ সৌগতর

হরসিমরত কৌর বাদল আরও বলেন, 'সংসদে যাতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা চালাতে পারি, সে জন্যই এখানে এসেছি। স্পিকার আমাদের এই বিষয়টি তুলতেই দিচ্ছেন না। এখানে কী হচ্ছে তার সবিস্তার রিপোর্ট এ বার দেবে সব রাজনৈতিক দল।' এদিকে এদিন সৌগত রায়ও এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি এবং অমিত শাহকে আক্রমণ শানান।

দিল্লি সীমানায় নিরাপত্তার কড়াকড়ি

দিল্লি সীমানায় নিরাপত্তার কড়াকড়ি

এদিকে আজ সকালেও দিল্লির বিভিন্ন সীমানায় নিরাপত্তার কড়াকড়ি জোরদার করা হয়েছে। তবে বিক্ষোভকারী কৃষকদের আটকাতে রাস্তায় যে পেরেক পোঁতা হয়েছিল, তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হওয়ার পর পেরেক তুলে নেওয়া হয়েছে। এদিকে চলমান আন্দোলন নিয়ে এদিন মুখ খোলে আমেরিকা। ওয়াশিংটনের তরফে বলা হয়, 'শান্তিপূর্ণ বিক্ষোভকে আমরা সমৃদ্ধ গণতন্ত্রের পরিচয় বলে মনে করি৷'

<strong>শুভেন্দু অধিকারীর 'ভবিষ্যদ্বাণী' সত্যি প্রমাণিত করা নেপথ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?</strong>শুভেন্দু অধিকারীর 'ভবিষ্যদ্বাণী' সত্যি প্রমাণিত করা নেপথ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?

English summary
Farmer protest: Opposition leaders on way to meet farmers at Ghazipur border stopped by police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X