For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রত্যেক ভারতীয়ের দেশের যেকোনও জায়গায় যাওয়ার অধিকার আছে, লোকসভায় বললেন শ্রমমন্ত্রী

প্রত্যেক ভারতীয়ের দেশের যেকোনও জায়গায় যাওয়ার অধিকার আছে, লোকসভায় বললেন শ্রমমন্ত্রী

Google Oneindia Bengali News

কর্মসংস্থানের জন্যে দেশের যেকোনও জায়গায় যেতে পারেন ভারতের শ্রমিকরা। এটা তাদের মৌলিক অধিকার। ভারতের সংবিধান সেই অধিকার তাঁদের দিয়েছে। সোমবার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সংসদে একথা বলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়াড়।

প্রত্যেক ভারতীয়ের দেশের যেকোনও জায়গায় যাওয়ার অধিকার আছে, লোকসভায় বললেন শ্রমমন্ত্রী

স্থানীয় কাজের অভাব, শ্রমের চাহিদা, ভাল কর্মসংস্থানের সুযোগের কারণেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয় শ্রমিকরা। এটা খুব একটা বড় বিষয় নয়। এর জম্য সরকারি প্রকল্পকেও দায়ী করা উচিত নয় বলে দাবি করেছেন শ্রমমন্ত্রী। কে কোন কাজটাকে ভাল মনে করবে সেটা তার ব্যক্তিগত বিষয়।

কাজের জন্য দেশের যেকোনও প্রান্তে শ্রমিকরা যেতে পারেন। এটা নিয়ে ইস্যু করার কোনও কারণ নেই। এনআরসি চালু হওয়ার পর থেকে এই ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের রাজনীতি শুরু হয়েছিল বিভিন্ন রাজ্যে। কয়েক মাস আগেই মহারাষ্ট্র থেকে বিহারি শ্রমিকদের হঠানো হোক বলে দাবি উঠেছিল। এই ধরনের ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। শ্রমমন্ত্রীর বক্তব্যে সেকথাই উঠে এসেছে।

মারবেন নাকি, মারুন, আপনারা তো শুধু মারতেই পারেন, সৌগতের বার্তা সংসদেমারবেন নাকি, মারুন, আপনারা তো শুধু মারতেই পারেন, সৌগতের বার্তা সংসদে

English summary
Every Indian has the right to go anywhere in the country, says labour minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X