For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

liquor scam: গোয়ার নির্বাচনে দুর্নীতির টাকা! ইডির অভিযোগে পালটা বিস্ফোরক কেজরিওয়াল

একের পর এক দুর্নীতির অভিযোগ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে। সিবিআই-ইডি লাগাতার তদন্ত করছে। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে

  • |
Google Oneindia Bengali News

অস্বস্তি বাড়ল দিল্লির কেজরিওয়াল সরকারের! মদ দুর্নীতি (liquor scam) নিয়ে ইতিমধ্যে বিতর্কের মধ্যে পড়েছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গত কয়েক মাস ধরেই এই সংক্রান্ত মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাতে নাকি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ইডির অভিযোগে পালটা বিস্ফোরক কেজরিওয়াল

এই মর্মে আজ বৃহস্পতিবার একটি চার্জশিটও জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আর তাতে দাবি করা হয়েছে যে, সরকারের দুর্নীতির টাকার একটা বড় অংশ গোয়ায় বিধানসভা নির্বাচনের কাজে লাগিয়েছে আম আদমি পার্টি। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় আপ সুপ্রিমোকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এক বার্তায় ইডির জমা দেওয়া চার্জশিটকে কাল্পনিক বলে ব্যাখ্যা করেছেন তিনি।

শুধু তাই নয়, জাল বলেও মন্তব্য করেছেন আপ সুপ্রিমো। তাঁর দাবি, আপ সরকারের আমলে প্রায় ৫০০ ফাইল চার্জশিট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে কতজনের সাজা হয়েছে? প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রীর। শুধুমাত্র সরকারকে ফেলতে এবং নতুন সরকার গড়তেই ইডিকে ব্যবহার করা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ তাঁর। দুর্নীতিকে খতম করতে ইডিকে ব্যবহার সরকার করে না বলেও দাবি অরবিন্দ কেজরিওয়ালের।

যদিও বিজেপির তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পালটা দাবি, কেজরিওয়ালের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে! আর সেই কারণেই নয়া নাটক বলে দাবি বিজেপির। এমনকি বিজেপি সরকার ভাঙাতে বিশ্বাস করে না বলেও দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত বছর গোয়াতে বিধানসভা নির্বাচন ছিল। যেখানে একেবারে কোমর বেঁধে নামে আম আদমি পার্টি।

একাধিক বার সে রাজ্যে প্রচারে ছুটে গিয়েছেন কেজরিওয়াল। যার ফল কিছু পান আপ সুপ্রিমো। একাধিক আসনে জয় পায় আপ। আর সেই নির্বাচনেই নাকি মদ কেলেঙ্কারির টাকা ব্যবহার করা হয়েছে মারাত্মক অভিযোগ ইডির। উল্লেখ্য, এর আগে ছিওয় জানুয়ারি মদ দুর্নীতি (liquor scam) কাণ্ডে ইডির তরফে আরও একটি চার্জশিট জমা দেওয়া হয়।

তা ছিল দ্বিতীয় চার্জশিট। তবেন এদিন এই চার্জশিট রাউজ অ্যাভিনিউ কোর্টে জমা দেয় ইডি। তবে দ্বিতীয় চার্জশিটে ইডির তরফে ১২ জনকে অভিযুক্ত দেখানো হয়। যার মধ্যে পাঁচজন গ্রেফতার এবং ৭ টি কোম্পানির দেওয়া হয়েছে বলে খবর। আর এর মধ্যেই এবার চাঞ্চল্যকর দাবি তদন্তকারী সংস্থার।

English summary
Enforcement Directorate claims AAP spends money of liquor scam in poll campaign of goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X