For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্লগ ওভারে ঝড় তুলতে নামবেন 'চাণক্য'! স্বস্তি মিলতেই নতুন করে ঘর গোছানো শুরু করল বিজেপি

Google Oneindia Bengali News

বিজেপির তারকা প্রচারক তথা নেতা হিমন্ত বিশ্ব শর্মার আবেদনে সাড়া দিল নির্বাচন কমিশন। বিজেপি নেতার প্রচারের উপর ৪৮ ঘণ্টার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা কমিয়ে ২৪ ঘণ্টায় নামিয়ে আনল। এর আগে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের প্রধান হগরামা মোহিলারির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার জন্য হিমন্তের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই নিষেধাজ্ঞাই এবার কমানো হল।

প্রচারের ময়দানে হিমন্তের নামা অনিশ্চিত হয়ে পড়েছিল

প্রচারের ময়দানে হিমন্তের নামা অনিশ্চিত হয়ে পড়েছিল

এর আগে নির্বাচন কমিশন যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তাতে ৪ এপ্রিল পর্যন্ত হিম্নত বিশ্ব শর্মা আর প্রচারের ময়দানে নামতে পারতেনা না। আর অসমের তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। আর তাই ৪ এপ্রিল বিকেল পাঁচটার সময় নির্বাচনী প্রচার বন্ধ করে দিতে হবে। যার অর্থ ছিল শেষ দফার নির্বাচনের আগে বিজেপি তাদের তারকা প্রচারককে ময়দানেই নামাতে পারত না।

গুয়াহাটি হাইকোর্টে যাওয়ার কথা বলেন হিমন্ত

গুয়াহাটি হাইকোর্টে যাওয়ার কথা বলেন হিমন্ত

এই আশঙ্কা দেখা দিতেই অবশ্য হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন। নির্বাচন কমিশনের কাছেও তিনি আবেদন জানিয়েছিলেন এই নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিষয়ে। সেই আবেদনের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন হিমন্ত বিশ্ব শর্মার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেয়।

কী বলে কমিশন?

কী বলে কমিশন?

নির্বাচন কমিশনের হিমন্ত বিশ্ব শর্মার আবেদনের প্রেক্ষিতে বলে, 'আপনার নিঃস্বার্থ ক্ষমার প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আপনার উপর যে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তা ২৪ ঘণ্টায় নামিয়ে আনা হল। আপনি ২৪ ঘণ্টা পর থেকে জনসভা, প্রচার, রোড শো, পাবলিক ব়্যালি করতে পারবেন।'

কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

জানা গিয়েছে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতেই হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ পাঠিয়েছিল কমিশন। এরপরই ২ এপ্রিল কমিশন জানায়, যে আগামী ৪৮ ঘণ্টার জন্য প্রচার থেকে নিষেধাজ্ঞা জারি করা হল বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার উপর। কংগ্রেস দবি করেছিল, ভোট প্রচারে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এনআইএ-কে ব্যবহার করে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হগরামা মোহিলারিকে জেলে পাঠাবেন তিনি। এই বক্তব্যের প্রেক্ষিতেই পদক্ষেপ নেওয়া হয় বিজেপি নেতার বিরুদ্ধে।

English summary
Election Commission redues Himanta Biswa Sarma ban on campaign from 48 hours to 24, accepts plea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X