For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা বিনিয়োগের উপর থেকে তোলা হোক নিষেধাজ্ঞা, প্রস্তাব কেন্দ্রের মন্ত্রী গোষ্ঠীর

Google Oneindia Bengali News

আট সদস্যের মন্ত্রী মণ্ডলীর এক গোষ্ঠী চিনের বিনিয়োগের উপর ১৫ শতাংশ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব রেখেছে। আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা ওঠানোর পক্ষে সওয়াল করা হয়। তাছাড়া ৫০ শতাংশের কম চিনা মালিকানা ওয়ালা আন্তর্জাতিক সংস্থাকে যাতে পুরোপুরি ভাবে নিষেধাজ্ঞার আওয়তার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

তাইওয়ান এবং হংকংয়ের বিনিয়োগ নিয়ে প্রস্তাব

তাইওয়ান এবং হংকংয়ের বিনিয়োগ নিয়ে প্রস্তাব

সামাজিক বিচারমন্ত্রী থাওর চাঁদ গহলোটের নেতৃত্বাধীন এই মন্ত্রী গোষ্ঠীর এই প্রস্তাব এমন এক সময় এল যখন লাদাখে ভারত-চিন সীমান্তে শান্তি ফেরার ইঙ্গিত মিলেছে। তাছাড়া তাইওয়ান এবং হংকংয়ের তরফ থেকে আসা বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবও করা হয়েছে মন্ত্রী গোষ্ঠীর জমা দেওয়া রিপোর্টে।

সীমান্ত সংঘাত বন্ধের পথে

সীমান্ত সংঘাত বন্ধের পথে

এরই মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পূর্ব সীমান্ত সংঘাত বন্ধ করতে, দুই তরফে গভীর এবং গঠনমূলক মত বিনিময় হয়েছে৷ আলোচনায় স্থির হয়েছে, দুই দেশের নেতাদের মধ্যে আলোচনায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তা প্রয়োগ করতে দুই দেশের সেনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি তৈরি করা থেকেও বিরত থাকবে৷ এই অবস্থায় দুই দেশই সীমান্তে থাকা তাদের কাঠামো ভেঙেছে। সেনা পিছিয়ে নেওয়ার বিষয়েও দুই পক্ষ সহমত পোষণ করেছে।

চিনকে হারাতে চিনের সঙ্গে হাত মেলানো

চিনকে হারাতে চিনের সঙ্গে হাত মেলানো

১৯৯০ সালে ভারত যখন মুক্ত অর্থনীতির পথে হাঁটতে শুরু করে, তখন থেকেই দেশের স্বপ্ন চিনকে ছাপিয়ে গিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে দাঁড়ানো। তবে সেই আশায় জল ঢেলে দিয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে সেই চিনের সঙ্গে হাত মিলিয়েই এগোতে হবে ভারতকে।

<strong>জো বাইডেনের জয়ের পর প্রথমবার মুখ খুলল বেজিং, কোন পথে চিন-মার্কিন সম্পর্ক? </strong>জো বাইডেনের জয়ের পর প্রথমবার মুখ খুলল বেজিং, কোন পথে চিন-মার্কিন সম্পর্ক?

English summary
Eight-member group of ministers' Panel suggests to remove curbs on Chinese funding to 15 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X