করোনা ভাইরাস নিয়ে জম্মু কাশ্মীর, হরিয়ানার পথেই দিল্লি! বন্ধ করে দেওয়া হল স্কুল, কলেজ, সিনেমা হল
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ অরবিন্দ কেজরিওয়াল সরকারের। করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সিনেমা হলগুলির জন্যও এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এর আগে জম্মু ও কাশ্মীর, হরিয়ানা একই পথে হেঁটেছে।

দিল্লিতে করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা
হরিয়ানার পর এদিন দিল্লিও করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে।

দিল্লি, উত্তরপ্রদেশে আক্রান্ত ১৬-র বেশি
ইতিমধ্যেই দিল্লিতে ৬ জনের বেশি এবং সংলগ্ন উত্তরপ্রদেশে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হরিয়ানায় ১৪ জন বিদেশি করোনা ভাইরাসে আক্রান্ত।

দিল্লিতে স্কুল, কলেজ বন্ধ ৩১ মার্চ পর্যন্ত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে বোর্ড কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি নির্দিষ্ট সময় অনুযায়ী হবে বলে জানানো হয়েছে।

সিনেমা হল বন্ধের নির্দেশ
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।