For Quick Alerts
For Daily Alerts
কমেছে দেশের আর্থিক বৃদ্ধি! রাজ্যসভায় 'স্বীকারোক্তি' কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর যা বললেন তিনি
দেশের আর্থিক বৃদ্ধি কমেছে। এদিন রাজ্যসভায় কার্যত স্বীকার করে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি এই পরিস্থিতিকে আর্থিক মন্দা বলতে রাজি নন। আশ্বস্ত করতে গিয়ে তিনি বলেছেন, দেশ কখনই আর্থিক মন্দার মুখোমুখি হবে না।

এদিন সংসদে দেশের অর্থমন্ত্রী বলেন, যদি অর্থনীতির দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, বৃদ্ধি কমতে পারে, কিন্তু তা কখনই মন্দা নয়। এটা কখনই মন্দা হবেও না। এপ্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে দেশের জিডিপি ছিল ৬.৪ শতাংশ। কিন্তু ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭.৫ শতাংশ।