For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেড় মাসে ১১ বার কাঁপল দিল্লি, ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের আশঙ্কা ভূতাত্ত্বিকদের

দেড় মাসে ১১ বার কাঁপল দিল্লি, ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের আশঙ্কা ভূতাত্ত্বিকদের

  • |
Google Oneindia Bengali News

বছরের শুরু থেকেই নানান দুঃসময়ের সাক্ষী থেকেছে দেশ। প্রাণঘাতী করোনা ভাইরাস, ঘূর্ণিঝড় আম্ফান, ফসল খেকো পঙ্গপালের হানা, দাবানল কোনোটাই বাদ যায়নি। এবার দিল্লি বাসীকে ঘিরে ধরেছে নতুন আশঙ্কা। সূত্রের খবর, ১২ই এপ্রিলের পর থেকে ২৯শে মে পর্যন্ত, গত দেড় মাসে রাজধানী দিল্লিতে ১১ বার মৃদু ভূ-কম্পন দেখা গেছে। এমতাবস্থায় নিকট ভবিষ্যতে তীব্র ভূমিকম্প হতে পারে বলেই আশঙ্কা করছেন ভূতাত্ত্বিকরা।

এমনিতেই ভূমিকম্প প্রবণ রাজধানী দিল্লি

এমনিতেই ভূমিকম্প প্রবণ রাজধানী দিল্লি

রাজধানী দিল্লির একটা বড় অংশ যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায়, এই এলাকার ভূমিরূপ ভঙ্গুর প্রকৃতির। ফলত, এই অঞ্চল এমনিতেই তীব্র ভূমিকম্প প্রবণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সুতরাং, হালকা তীব্রতার সাথেও কম্পন হলে এই অঞ্চলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন তারা। এছাড়াও, হিমালয়ের পার্শ্ববর্তী অঞ্চল উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ উচ্চ ভূমিকম্প প্রবণ হওয়ায়, নিকটবর্তী দিল্লিতেও ভূ-কম্পন তীব্র প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা।

ঘন ঘন কাঁপছে দিল্লি

ঘন ঘন কাঁপছে দিল্লি

চলতি সপ্তাহের বুধবারেই ১০ টা ৪২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল নয়ডা সংলগ্ন অঞ্চল। এর আগে গত ২৯শে মে ৯টা ৮মিনিটে কেঁপে ওঠে দিল্লি সহ উত্তর ভারতের কিছু অংশ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দাঁড়ায় ৪.৬। উৎসস্থল হরিয়ানা হলেও দিল্লিতে বেশ কিছু সেকেন্ড স্থায়ী হয়েছিল কম্পন, আতঙ্কে শিউরে উঠেছিলেন দিল্লি-বাসী। ৫ দিন যেতে না যেতেই ফের কাঁপল দিল্লি।

আগামীতে বড় বিপদের আশঙ্কা দিল্লিতে

আগামীতে বড় বিপদের আশঙ্কা দিল্লিতে

প্রায় সকলেই জানেন দিল্লির কিছু অঞ্চল তীব্র ভাবে ভূমিকম্প প্রবণ, তবুও অনেকেই বাড়ি বা ফ্ল্যাট, বা বহুতল নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলেন না বলে অভিযোগ করেন আইআইটি-জম্মুর অধ্যাপক চন্দন ঘোষ। জানা যাচ্ছে, এই কম্পন গুলির রিখটার স্কেলে মাত্রা ছিল ২.২ থেকে ৪.৪। কিন্তু এই ধারাবাহিক ভূমিকম্প দিল্লিতে একটি বড় বিপদের আশঙ্কা বয়ে নিয়ে আসছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দিল্লি এনসিআর-এ নির্মিত বেশিরভাগ বহুতলই ভূমিকম্প প্রতিরোধী নয় তাই এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে চতুর্থ স্থানে দিল্লি

ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে চতুর্থ স্থানে দিল্লি

দেশের পাঁচটি সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে চতুর্থ স্থানেই রয়েছে দিল্লি। দিল্লি ভূমিকম্পের কেন্দ্রস্থল না হলেও, উচ্চ ভূমিকম্পন প্রবণ এলাকা হিমালয় সন্নিবিষ্ট অঞ্চলে কম্পন অনুভূত হলেই তার তীব্র প্রভাব পড়ে দিল্লিতে। দিল্লি সংলগ্ন অঞ্চলে এখনও পর্যন্ত দু'টি জোরালো ভূমিকম্পের সাক্ষী থেকেছে। একটি হয়েছিল ১৯৫৬ সালের ১০ অক্টোবর, বুলন্দ শহরে। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৭। অপরটি ছিল মোরাদাবাদে, ১৯৬৬ সালের ১৫ই অগস্ট।

সৌররশ্মির থেকে প্রায় ১ কোটি গুণ বেশি শক্তিশালী নক্ষত্র-শিখার খোঁজ মহাকাশ বিজ্ঞানীদেরসৌররশ্মির থেকে প্রায় ১ কোটি গুণ বেশি শক্তিশালী নক্ষত্র-শিখার খোঁজ মহাকাশ বিজ্ঞানীদের

English summary
Delhi has witnessed 11 mild earthquakes in the last one and a half months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X