For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ের হাসপাতালে রোগিনীকে মারধর মাতাল চিকিৎসকের, ভিডিও ভাইরাল

ছত্তিশগড়ের হাসপাতালে রোগিনীকে মারধর মাতাল চিকিৎসকের, ভিডিও ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

চিকিৎসক রোগীর সেবা করবেন, তাঁকে সুস্থ করে তুলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ছত্তিশগড়ের কোরবার মেডিক্যাল কলেজে এক রোগিনীকে মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই চিকিৎসক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। চিকিৎসকের এই অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে এই অভিযোগ ওঠার পরে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসককে শোকজ করেছে।

ছত্তিশগড়ের কোরবার ঘটনা

ছত্তিশগড়ের কোরবার ঘটনা

ঘটনাটি ছত্তিশগড়ের কোরবার মেডিক্যাল কলেজের। গেরওয়ানি গ্রামের বাসিন্দা শ্যাম কুমার জানিয়েছেন, গভীর রাতে তাঁর মা সুখমতী অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ১০৮ ও ১১২-তে ডায়াল করলে বলা হয় পরিষেবা পেতে সময় লাগবে। কিন্তু মায়ের অসুস্থতা আরও বাড়তে থাকায় কোনও উপায় না পেয়ে অটোরিক্সায় করে হাসপাতালে নিয়ে যান।

মদ্যপ অবস্থায় চিকিৎসা

মদ্যপ অবস্থায় চিকিৎসা

হাসপাতালের জরুরি বিভাগে সেই সময় যে চিকিৎসক ছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। চিকিৎসা করার সময় ওই চিকিৎসক সুখমতীকে মারধর করেন বলে অভিযোগ। এই সময় ছেলে প্রতিবাদ করলে তাঁকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় বলেও দাবি ছেলের।

ভিডিও ভাইরাল

এই সময় সেখানে উপস্থিত কেউ পুরো ঘটনার ভিডিও রপেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোগ করে দেন। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই ঘটনায় অনেকেই স্তম্ভিত।

চিকিৎসককে শোকজ

চিকিৎসককে শোকজ

এদিকে এই বিতর্কের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ডিন অবিনাশ মেশরাম জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। চিকিৎসককে শোকজ করা হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট পাওয়ার পরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

AADHAAR নিয়ম সংশোধন করল সরকার! নির্দিষ্ট সময়ে তথ্য আপডেটের বিধি AADHAAR নিয়ম সংশোধন করল সরকার! নির্দিষ্ট সময়ে তথ্য আপডেটের বিধি

English summary
Drunk doctor beats woman patient in Chhattisgarh video goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X