For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন ৪.০: ঘরোয়া বিমান চলাচলে অনুমতি কেন্দ্রের! জানানো হল তারিখ

ঘরোয়া বিমান চলাচলে অনুমতি কেন্দ্রের! জানানো হল দিনক্ষণ

  • |
Google Oneindia Bengali News

শেষমেশ মিলল ঘরোয়া বিমান চলাচলে কেন্দ্রের অনুমতি। জানা গিয়েছিল লকডাউন ৪ -এ একাধিক বিষয়ের সঙ্গে বিমান পরিষেবাতেও ছাড় দেওয়া হবে। সেই মতো এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবার সমস্ত বন্দোবস্ত নিয়ে ফেলেছিল। শোনা গিয়েছিল ১৯ মে থেকে ২ জুনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষকে উদ্ধার করে ঘরে ফেরাবে এই বিমান পরিবহন সংস্থা। তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার নিয়ে ফেলল বড় পদক্ষেপ।

 কবে থেকে চালু হবে বিমান?

কবে থেকে চালু হবে বিমান?

জানা গিয়েছে ২৫ মে থেকে দেশে শুরু হবে বিমান চলাচল। কেন্দ্রের তরফে নির্দেশ সরাসরি চলে গিয়েছে দেশের সমস্ত বিমান পরিষেবা সংস্থা ও বিমান বন্দরগুলিতে। আপাতত এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন আসন্ন।

ধাপে ধাপে চলবে বিমান

ধাপে ধাপে চলবে বিমান

কেন্দ্রীয় আসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানিয়েছেন ধাপে ধাপে এই বিমান পরিষেবা চালু হবে। এর আগে তিনি জানান, কেন্দ্রীয় বিমান কেবল গ্রিন জোন থেকে গ্রিন জোন-এ চলবে। তবে এবার কী হবে, তা সোমবারের আগেই জানা যাবে বলে খবর।

গত এক সপ্তাহ ধরে প্রস্তুত

গত এক সপ্তাহ ধরে প্রস্তুত

কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিমান পরিবহনের সঙ্গে যুক্ত একাধিক সেক্টর গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। বিমান চলাচলের সমস্ত প্রস্তুতি রয়েছে । তারপরেও বড় একটি কারণে দেশে বিমান চলাচল আপাতত বন্ধ।

কেন চলতে পারেনি বিমান ?

কেন চলতে পারেনি বিমান ?

৩১ মে পর্যন্ত লকডাউন ৪ এর মেয়াদ ঘোষিত। এই সময়ের মধ্যে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হলে, দেশে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। যার জেরে এয়ারলাইন্সগুলিও ধুঁকে পড়েছে আর্থিকভাবে। তবে জান গিয়েছে, রাজ্যগুলির সায় না থাকায় এই সময়ে বিমান পরিষেবায় ছাড় দিতে পারেনি কেন্দ্র।

'আম্ফান' এর 'চোখ' কলকাতায় আছড়ে পড়ার দিকে! দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি 'আম্ফান' এর 'চোখ' কলকাতায় আছড়ে পড়ার দিকে! দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি

English summary
Domestic flights to resume from May 25
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X