For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১৮ বছরের বৃদ্ধার শরীরে বসল পেসমেকার! লুধিয়ানার ঘটনা চমকে দিয়েছে বিশ্বকে

বয়সের হিসাবটা শুনলে চমকে যেতেই হবে। ১১৮ বছর। আর এই বয়সেই দিব্যি পেসমেকার প্রতিস্থাপন করিয়ে নিলেন কর্তার কওর সাংঘা। লুধিয়ার এই শতায়ু বৃদ্ধা এখন বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের আলোচনার কেন্দ্রে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

বয়সের হিসাবটা শুনলে চমকে যেতেই হবে। ১১৮ বছর। আর এই বয়সেই দিব্যি পেসমেকার প্রতিস্থাপন করিয়ে নিলেন কর্তার কওর সাংঘা। লুধিয়ার এই শতায়ু বৃদ্ধা এখন বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের আলোচনার কেন্দ্রে। এমনকী পেসমেকার প্রতিস্থাপনের পর চিকিৎসককে হাতজোড় করে কৃতজ্ঞতাও জানিয়েছেন কর্তার। লুধিয়ানার এই হাসপাতালের দাবি, বিশ্বে সবচেয়ে বেশি বয়সে অস্ত্রোপচারের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন কর্তার। তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলা যাঁর ১১৮ বছর বয়সে অস্ত্রোপচার হল। কর্তারের বয়সের কোনও প্রমাণপত্র না পাওয়া গেলেও পরিবরের দাবি তাঁর বয়স ১১৮।

১১৮ বছরের বৃদ্ধার শরীরে বসল পেসমেকার! লুধিয়ানার ঘটনা চমকে দিয়েছে বিশ্বকে

চিকিৎসক রবীন্দ্র সিং এই অস্ত্রোপচার করেন। তিনিও জানান যে তিনি নিজের চোখে কর্তারের ভাই-এর জন্ম তারিখের প্রমাণ দেখেছেন। সেখানে জন্মসাল হিসাবে ১৯০৩-এর উল্লেখ রয়েছে। এমনকী কর্তারের মেয়ের বয়সও ৯০ বছর। ১১৮ বছর বয়সে একজন রোগীর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করাটা খুবই কঠিন বলেই জানিয়েছেন ডক্টর রবীন্দ্র সিং। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক এফ রেকর্ডস-এর জন্য তারা আবেদন করবেন বলেও জানিয়েছেন রবীন্দ্র।

ভারতের এর আগেও শতায়ু বয়সী-দের অস্ত্রোপচার হয়েছে। এর কিছু দৃষ্টান্তও পাওয়া গিয়েছে। যেমন ২০১৫ সালে নয়ডার এক মহিলার ১০৪ বছর বয়সে হিপ-সার্জারি হয়েছিল। ২০১৮ সালে থানের এক বৃদ্ধের ১০৪ বছর বয়সে হিপ সার্জারি হয়েছে। তবে সবচেয়ে বেশি বয়সে ওপেন হার্ট সার্জারির রেকর্ড ইটালির ফ্লোরেন্সে এক চিকিৎসকের দখলে। ১০০ বছর বয়সে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এছাড়া ৯৪ বছর ১২৯ দিন বয়সে হার্ট সার্জারি করিয়ে রেকর্ড গড়়েছিলেন হার্বাট ক্যারিংটন। ১১২ বছর বয়সে হিপ রিপ্লেসমেন্ট সার্জারির রেকর্ড গড়েন ব্রিটেনের এক বৃদ্ধ।

[আরও পড়ুন:মাঝ-আকাশে বিমানে ঝাঁকুনি!উড়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে ফিরে এল এয়ার-ইন্ডিয়ার বিমান][আরও পড়ুন:মাঝ-আকাশে বিমানে ঝাঁকুনি!উড়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে ফিরে এল এয়ার-ইন্ডিয়ার বিমান]

English summary
118 years old lady has got pace maker transplantation in a hospital Ludhiana. Doctor claims it is ia world record and they will apply for guinness Book of World Record and Limca Book of Records.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X