For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আস্থা ভোটের দাবিতে বৃহস্পতিবারই রাষ্ট্রপতির দ্বারস্থ তামিলনাড়ুর বিরোধী রাজনৈতিক শিবির

তামিলনাড়ুতে আস্থাভোটের দাবিতে বৃহস্পতিবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চলেছে বিরোধী ডিএমকে শিবির।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুতে আস্থাভোটের দাবিতে বৃহস্পতিবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চলেছে বিরোধী ডিএমকে শিবির। সঙ্গে থাকছে কংগ্রেস ও বামেরাও। এমনটাই জানিয়েছেন ডিএমকে সভাপতি এম কে স্তালিন।

আস্থা ভোটের দাবিতে বৃহস্পতিবারই রাষ্ট্রপতির দ্বারস্থ তামিলনাড়ুর বিরোধী রাজনৈতিক শিবির

গত রবিবারই মুখ্যমন্ত্রী পালানিস্বামীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও-এর দ্বারস্থ হয়েছিল ডিএমকে। কিন্তু রাজ্যপালের কাছ থেকে কোনও ইতিবাচক আশ্বাস মেলেনি বলেই সূত্রের খবর। এরপরই রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন স্তালিনরা। পালানিস্বামী সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকার অভিযোগ তুলে তাঁরা রাষ্ট্রপতির কাছে আস্থা ভোট করানোর আবেদন জানাবেন বলে জানিয়েছেন করুণানিধি পুত্র। সেইসঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হবে। রাজ্যপাল কেন অনাস্থা প্রস্তাব নিয়ে গড়িমসি করছেন সেবিষয়েও নালিশ জানানো হবে রাষ্ট্রপতি কোবিন্দের কাছে।

[আরও পড়ুন:শেষ হয়েও তামিলনাড়ুর নাটকের যবনিকা পড়ল না, আস্থাভোটের দাবি বিরোধী শিবিরের][আরও পড়ুন:শেষ হয়েও তামিলনাড়ুর নাটকের যবনিকা পড়ল না, আস্থাভোটের দাবি বিরোধী শিবিরের]

শশীকলার ভাইপো দিনাকরণকে দল থেকে বহিষ্কারের পর আরও ২০জন দিনাকরণ ঘনিষ্ঠ এআইএডিএমকে বিধায়ক সমর্থন প্রত্যাহার করেছে পালানিস্বামী- পন্নিরসেলভম সরকার থেকে। এরপরই পালানিস্বামীর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় বলে অভিযোগ বিরোধীদের। তখন থেকেই তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটের দাবি জানিয়ে আসছে বিরোধী ডিএমকে শিবির।

English summary
DMK president MK Stalin will meet President demanding floor test in Tamil Nadu assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X