For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের সঙ্গে 'ডিনার', মাথাপিছু ২০,০০০ টাকা!

Google Oneindia Bengali News

কেজরিওয়ালের সঙ্গে 'ডিনার', মাথাপিছু ২০,০০০ টাকা!
বেঙ্গালুরু, ১৭ মার্চ : সম্প্রতি বেঙ্গালুরুতে প্রচারে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আর কেজরিওয়ালের সেই সফর ঘিরেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের তোপের মুখে পড়লেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বললেন, অরবিন্দ কেজরিওয়াল যদি আম আদমি হয় তাহলে খাস আদমি কে?

দিগ্বিজয় সিং-এর এই মন্তব্যের কারণ হল বেঙ্গালুরুতে আপ নেতা ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে নৈশভোজের জন্য মাথাপিছু ২০,০০০ টাকা নেওয়া হয়েছে। আর তারজন্য মোট ৫০ লক্ষ টাকার তহবিল গঠন করেছে আপ নেতৃত্ব।

'কেজরিওয়াল আম আদমি হলে খাস আদমি কে': ২০হাজারি নৈশভোজ নিয়ে কটাক্ষ দিগ্বিজয় সিংয়ের

আপ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, শনিবার তহবিল বৃদ্ধিকারী এই নৈশ্যভোজ খাতে ৫০ লক্ষ টাকার তহবিল গঠন করেছে আপ। প্রায় ২০০ জন মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। কেজরিওয়ালের সঙ্গে নৈশ্যভোজ সারতে প্রতিব্যক্তির থেকে ২০,০০০ টাকা নেওয়া হয়েছে। অনেকে টাকা দিয়েও আসতে পারেননি তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আপ নেতা সিএন রাধাকৃষ্ণন।

আপের তরফে জানানো হয়েছে, তহবিল গঠনে স্বচ্ছতা বজায় রাখতে এই পন্থা নেওয়া হয়েছে। কর্ণাটক থেকে ৭৬.৬৮ লক্ষ টাকার অনুদান মিলেছে। তহবিল গঠনের দিকে দিল্লি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্ণাটক।

যদিও ২০,০০০ টাকা নিয়ে নৈশভোজের তত্বকে মানতে পারছেন না দিগ্বিজয় সিং। তিনি প্রশ্ন তুলেছেন,যারা নৈশভোজের জন্য মাথপিছু ২০,০০০ টাকা নিতে পারে তারা কি করে নিজেদের আম জনতার প্রতিনিধি বলে দাবি করতে পারেন?

একইসঙ্গে তিনি এই প্রসঙ্গে কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীরও তুলনা টেনে বলেন, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। রাহুল গান্ধী দরিদ্র মানুষের কথা ভাবেন, হতদরিদ্র মানুষদের কাছে ছুটে যান। তাদের কুড়েঘরে মাটিতে বসে তাদের সঙ্গে খাবার খান। অথচ আম আদমির নেতা তাদের সঙ্গে খাবার খাওয়ার জন্য মাথাপিছু ২০ হাজার টাকা নেন।

English summary
Dinner with Kejriwal was priced at Rs. 20,000 a person
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X