হোয়াটসঅ্যাপে গোপনীয়তা লঙ্ঘন ইস্যুতে জেপিসি গঠনের প্রস্তাব দিগ্বিজয়ের
হোয়াটসঅ্যাপে গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি তদন্তের জন্য এবার যৌথ সংসদীয় কমিটির গঠনের প্রস্তাব দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। এই জন্য আজ সংসদে সব দলের কাছে আবেদনও জানান তিনি।

এই প্রসঙ্গে আজ রাজ্য সভায় দিগ্বিজয় সিং বলেন, "আমি হোয়াটসঅ্যাপে গোপনীয়তা লঙ্ঘনের মতো সংবেদনশীল বিষয়টির তদন্তের দাবি জানাচ্ছি। এই জন্য একটি সর্বদলীয় যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি গঠন করে পুরো বিষয়টির তদন্ত করা হোক। এটি আমাদের মৌলিক অধিকার এবং জাতীয় সুরক্ষার সাথে সংযুক্ত রয়েছে। ”
দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে সাংবাদিক ও বিরুদ্ধ দলের নেতা কর্মীদের উপর গোপনে নজরদারির অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। মার্কিন সোশ্যাল মিডিয়া সংস্থা হোয়াটসঅ্যাপ এই মাসের শুরুর দিকে জানায় ভারতীয় সাংবাদিক ও একাধিক রাজনৈতিক কর্মীদের ইনবক্সে নজরদারি চালানোর চেষ্টা করছে একদল কুচক্রী। এর জন্য পেগাসাস নামে ইসরায়েলি এক ধরণের স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। যদিও ফেসবুক অধিকৃত এই মেসেজিং সংস্থা জানিয়েছে তারা তাদের ব্যবহারকারীর সমস্ত বার্তা সুরক্ষিত রাখতে বদ্ধ পরিকর।