পেট্রোলকে পিছনে ফেলে ডিজেলের দাম হুহু করে বাড়ছে! ২৫ জুনের পরিস্থিতি একনজরে
বুধবার দেশকে অবাক করে পেট্রোলকে ছাপিয়ে ডিজেলের দাম অগ্নিমূল্য হতে শুরু করে। বৃহস্পতিবারও সেই ট্রেন্ড অব্যাহত। লকডাউনের 'আনলক ' পর্যায়ে ক্রমেই বাড়তে থাকে ডিজেলের দাম। এদিনও সকাল থেকেই সেই ট্রেন্ড দেখা গিয়েছে।

১৯ তম দিনেও দামের ছ্যাঁকা!
টানা ১৯ দিন ধরে তেলের দাম উর্ধ্বমুখী। ৮২ দিনের বড় ব্যবধানে লকডাউনের পরবর্তী সময়ে প্রবল হারে দাম বেড়েছে জ্বালানি তেলের। জুনের ৭ তারিখের পর থেকেই এই দামের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

দিল্লিতে ডিজেল দামী!
রাজধানী দিল্লিতে এদিন ডিজেলের দাম ৮০ টাকা প্রতি লিটার ছাড়িয়েছে। অন্যদিকে, পেট্রলের দাম ৭৯.৯২ টাকা প্রতি লিটার হয়েছে। উল্লেখ্য, গতকালের তুলনায় ডিজেলের দাম ০.১৪ টাকা বেড়েছে, অন্যদিকে, পেট্রোলের দাম ০.১৬ টাকা বেড়েছে।

কেন দিল্লির তেলের দাম বাড়ছে?
দিল্লিতে তেলের দাম বেড়ে চলার অন্যতম কারণ , দিললি সরকারের লাগু করা ভ্যাট। আইওসির তরফে এমনটাই জানানো হয়েছে। দিল্লি সরকার ডিজেলে ৩০ শতাংশ ভ্যাট ও পেট্রলে ২৭ শতাংশ ভ্যাট লাগু করেছে।

তেলের দাম বৃদ্ধি নিয়ে ধরনা
২৯ জুন কংগ্রেসের তরফে দেশজুড়ে ধরনার ডাক দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সেদিন বিক্ষোভে সামিল হবেন কংগ্রেস কর্মীরা। এদিকে, বামপন্থী দলগুলিও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে মুখর হতে শুরু করেছে ।
তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যৌথ আন্দোলনে বাম, কংগ্রেস! রাজ্য জুড়ে কর্মসূচি শুরু ২৯ জুন