For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় অর্থনীতিতে করোনার প্রভাব নিয়ে রতন টাটা সত্যিই কী মুখ খুলেছিলেন

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় অর্থনীতির উপর করোনার প্রভাব নিয়ে রতন টাটার একটি মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হচ্ছে করোনা জেরে অদূর ভবিষ্যতেই ধ্বসে পড়তে পারে ভারতীয় অর্থনীতি। দেখা দেবে তীব্র মন্দা।

ভারতীয় অর্থনীতি নিয়ে রতন টাটা আসলেই কোনো মন্তব্য করেছিলেন কী


যদিও বক্তব্যটি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক মহল থেকে উঠে আসে বিভিন্ন পাল্টা বক্তব্য। শুরু হয় রাজনৈতিক চাপানৌতরও। কিন্তু রতন টাটা আদেও কী এই বিষয়ে কোনও মন্তব্য করেছিলেন ? ধোঁয়াশা রয়েছে সেখানেই।

একাধিক বিশেষজ্ঞদের মতামত তুলে বিভিন্ন জায়গায় উদ্ধৃতিও দেখা যায়। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের আর কোনও ভবিষ্যত ছিল না। কিন্তু তার তিন দশকের মধ্যে সে থাবা বসিয়েছিল মার্কিন অর্থনীতিতেও। সেই ক্ষেত্রে হয়তো ইজরাইলও আরবকে বিশ্বের ম্যাপ থেকে মুছে ফেলতে পারতো। কিন্তু পুরো প্রেক্ষাপটটাই ছিল ভিন্ন।

এই ক্ষেত্রে উঠে আসে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টও। এদিকে ২৩ মার্চ রতন টাটাকে কোভিড-১৯ নিয়ে একটি ফেসবুক পোস্ট করতে দেখা যায়। যেখানে লেখা হয়, “ বর্তমানে করোনার জেরে আমরা একটি তীব্র সংকটের মুখোমুখি হয়েছি। অতীতের সমস্ত সমস্যার থেকেও এটা তীব্র কঠিন চ্যালেঞ্জ। টাটা গ্রুপের সংস্থা গুলি মানবজাতির প্রয়োজনে সর্বদা পাশে থেকে এই কঠিন মহূহূর্ত গুলিতে। ”

এরপর টাটার অনুদান নিয়ে একটি বিবৃতি সহকারে পোস্ট বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যায়। যদিও এরপরেই ওই বক্তব্যটি তুলে নেওয়া হয়। বিভিন্ন ওয়েবসাইটি এটি থাকলেও এবং টাটার বিভিন্ন একাউন্টে ঘুরেও তার আর কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।

English summary
Has Ratan Tata ever opened up about the effect of Corona on the Indian economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X