For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশেষ ভাবে সক্ষম শিশুর সফরে না, ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা DGCA-র

বিশেষ ভাবে সক্ষম শিশুর সফরে না, ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা DGCA-র

Google Oneindia Bengali News

রাঁচি বিমানবন্দর থেকে বিশেষভাবে সক্ষম শিশু যাত্রীকে বিমানে উঠতে দেয়নি ইন্ডিগো। তার জন্য বিমানসংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ। শুধু জরিমানাই করা হয়নি। এই নিয়ে ইন্ডিগো বিমানসংস্থাকে সতর্কও করা হয়েছে। ডিজিসিএ-র পক্ষ থেকে বলা হয়েছে এভাবে বিশেষ ভাবে সক্ষম শিশু যাত্রীর সঙ্গে আচরণ তাঁর উপর মানসিক চাপ তৈরি করেছে। এবং এই ভাবে প্রত্যাখ্যান করা হলে আরও কঠোর পদক্ষেপ বিমান সংস্থার বিরুদ্ধে করা হবে।

ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা DGCA-র

গত ৭ মে ঘটেছিল ঘটনা। রাঁচি বিমানবন্দরে ইন্ডিগোর ম্যানেজার বিশেষভাবে সক্ষম শিশু যাত্রীর সঙ্গে ভীষণভাবে দুর্ব্যবহার করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। অভিনন্দন মিশ্র নামে এক যাত্রী জানিয়েছেন বিমানবন্দরে আসার পর বিশেষ ভাবে সক্ষম শিশুকে একটু ভয় পেয়ে গিয়েছিল। তাঁর বাবা-মা বারবারই তাঁকে খাবার এবং জল দিয়ে আস্বস্ত করার চেষ্টা করছিলেন।

ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা DGCA-র

কিন্তু তারপরেও ইন্ডিগো বিমান সংস্থার ম্যানেজার শিশুটির বাবা-মাকে জানায় তাঁদের সন্তান সুস্থ আচরণ না করলে তাঁকে কিছুতেই তাঁরা বিমানে চড়তে দেবেন না। কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হতে পারে। সেটা বিমানসংস্থা কিছুতেই মেনে নেেব না বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী যাত্রী জানিয়েছেন অথচ বিমানের মধ্যেই মদ্যপ অবস্থায় এক যাত্রী সফর করছিলেন তাতে সমস্যা হয়নি বিমান সংস্থার। অন্যান্য যাত্রীরা ওই মদ্যপ যাত্রীর সফরে আপত্তি জানালেও তাতে রাজি হয়নি। তাঁকে চড়তে দেয় বিমান সংস্থা। কিন্তু বিশেষ ভাবে সক্ষম শিশুিটকে চড়তে দেওয়া হয়নি।

অভিযোগ পাওয়ার পর সামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিষয়টি িনয়ে কড়া পদক্ষেপ করার কথা বলেছিলেন। তারপরেই ডিজিসিএ-র পক্ষ থেকে এই কড়া নির্দেশ দেওয়া হয়। ৫ লক্ষ টাকা জরিমানা করার পর বিমান সংস্থাকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে এরকম কোনও ঘটনা আবারও ঘটলে চরম পদক্ষেপ করতে বাধ্য হবে বলে সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

English summary
DGCA fine Indigo airlines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X