For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবগঠিত মন্ত্রিসভায় রেল মন্ত্রকের দায়িত্বে পীযুষ গোয়েল, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন

সামনেই বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করার বার্তা কার্যত দিয়ে দেওয়া হল এই 'রদবদল' দিয়ে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবলদ করে মিশন ২০১৯ নির্বাচনের দামামা প্রায় বাজিয়ে দিল মোদী সরকার। সামনেই বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করার বার্তা কার্যত দিয়ে দেওয়া হল এই 'রদবদল' দিয়ে।

নবগঠিত মন্ত্রিসভায় রেল মন্ত্রকের দায়িত্বে পীযুষ গোয়েল, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন

রেলমন্ত্রক থেকে ইস্তফ দিয়ে সুরেশ প্রভু পেলেন কমার্স বিষয়ক মন্ত্রক। দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নির্মলা সীতারমন। পীযুষ গোয়েল পেলেন রেলমন্ত্রক ও কয়লা মন্ত্রকের দায়িত্ব। মুক্তার আব্বাস নাকভি পেয়েছেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্র প্রধানে দেওয়া হয়েছে পেট্রোলিয়াম গ্যাস ও স্কিল ডেভেলপমেন্টে মন্ত্রকের দায়িত্ব। পরিবেশ মন্ত্রকের দায়িত্ব পেলেন মহেশ শর্মা। জানা গিয়েছে, অরুণ জেটলিকে রাখা হয়েছে অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে। সুষমা স্বরাজ বিদেশমন্ত্রক ও নিতিন গড়করি রয়েছেন পরিবহণ ও হাইওয়ে উন্নয়নমন্ত্রকের দয়িত্বেই।

এর আগে আজ ৯জন নতুন মন্ত্রীর শপথ পাঠ হয়। ৪ জন রাষ্ট্রমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন নির্মলা সীতারমন, মুক্তার আব্বাস নকভির মতো বিজেপির ডাকসাইটে নেতা নেত্রীরা। গত কয়েকদিনে বিজেপির মোট ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন। নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্ত ও ভিন্ন সামাজিক অবস্থান থেকে এই মন্ত্রীদের খুঁজে নিয়ে এসেছেন বলে খবর।

English summary
Suresh Prabhu is the new Commerce Minister.acording to reports, Piyush Goyal got Railways. Smriti Irani could be the new Information and Broadcasting Minister and Suresh Prabhu the Commerce Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X