For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কল্পতরু কেজরিওয়াল! দেশের রাজধানী দিল্লি পেতে চলেছে তাক লাগানো 'পরিষেবা'

  • |
Google Oneindia Bengali News

রাজধানী দিল্লিতে ভোট যুদ্ধের 'টুয়েন্টি টুয়েন্টি' দেখা যাবে আগামী বছর ২০২০ সালে। আগামী বছরেই দিল্লিতে বিধনাসভা নির্বাচন। তার আগে এদিন, কার্যত 'কল্পতরু' অবতারে এক বড়সড় ঘোষণা করলেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

কল্পতরু কেজরিওয়াল! দেশের রাজধানী দিল্লি পেতে চলেছে তাক লাগানো পরিষেবা

এদিন এক ঘোষণায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়ে দেন, দিল্লিবাসীরা এবার পেতে চলেছেন বিনামূল্যের ওয়াইফাই। এজন্যগোটা রাজধানী জুড়ে থাকবে ১১০০০ হটস্পট। এরমধঅযে ৪ হাজার হটস্পট লাগানো হবে বিভিন্ন বাসস্টেশনে। বাকি ৭ হাজার হটস্পট থাকবে রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায়। আগামী কয়েক দিনের মধ্যেই এই কাজ শুরু হবে বলে জানান কেজরিওয়াল। প্রতি মাসে ১৫ জিবি করে ডেটা মিলবে এই ওয়াইফাই থেকে।

আগামী সপ্তাহ থেকে শুরু করে প্রতি সপ্তাহেই ৫০০ টি করে ওয়াইফাই হটস্পট বসানো হবে দিল্লিতে। এভাবে আগামী ৬ মাসের মধ্যে লক্ষ্যপূরণ করে ফেলবে দিল্লি সরকার। জানানো হয়েছে, যে এই প্রজেক্টটি মোট ১০০ কোটি টাকা খরচের ফলে তৈরি হবে।

ডিসেম্বর ১৬-এর মধ্যে এই প্রজেক্টের প্রথম অংশের কাজ সম্পন্ন হবে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ১০০ টি হটস্পট বসানো হবে দিল্লির বিভিন্ন জায়গায়। অগাস্ট মাস থেকেই দিল্লি সরকার নিশ্চিত করেছে এই বিনামূল্যের ওয়াইফাই প্রজেক্ট।

উল্লেখ্য, আগামী বছরেই দিল্লিতে সম্পন্ন হতে চলেছে নির্বাচন। নির্বাচন নিয়ে আপ সরকারের প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠছে বিজেপির নাম। বিজেপির তরফে সম্ভবত মনোজ তিওয়ারি নাম উঠে আসছে প্রধান তারকা প্রার্থী হিসাবে। সবমিলিয়ে এখন থেকেই শুরু 'দিল্লির কুর্সি' দখলের জমজমাট লড়াই।

English summary
Delhi To Have Free Wifi, Kejriwal Announces 11,000 Hotspots.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X