For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি নির্বাচনে কংগ্রেসের হারুন ইউসুফের নাম কেন ট্রেন্ডে উঠে আসছে গণনার দিন সকাল থেকেই!

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনের দিন সকাল থেকেই বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসেন ইউসুফ হারুন। দিল্লির বাল্লিমারান কেন্দ্রের এই নেতা মূলত ভোট যুদ্ধের পরিসংখ্যান ও তাতে কংগ্রেসের প্রাসঙ্গিকতার নিরিখে এদিন সকাল থেকেই চর্চায় রয়েছেন। কে এই ইউসুফ হারুন , দেখে নেওয়া যাক একনজরে।

ইউসুফ হারুন কেন নজরে?

ইউসুফ হারুন কেন নজরে?

প্রসঙ্গত ৭০ আসনের দিল্লি নির্বাচনে হারুন ইউসুফ রয়েছেন নজরে। কারণ তিনিই গোটা দিল্লিতে একমাত্র কংগ্রেস প্রতিনিধি ছিলেন যিনি এগিয়ে ছিলেন বাল্লিমারান কেন্দ্র থেকে। এছাড়া দিল্লিতে বাাকি আসনে কার্যত ধরাশায়ী কংগ্রেস।

কে এই হারুন ইউসুফ?

কে এই হারুন ইউসুফ?

শীলা দীক্ষিতের অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন হারুন ইউসুফ। তিনি প্রথম থেকেই দিল্লিতে কংগ্রেসের অন্যতম আস্থাভাজন কর্মী ছিলেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ঘনিষ্ঠদের মধ্যে এই ইউসুফ অন্যতম ছিলেন। আর ২০২০ দিল্লি নির্বাচনে কংগ্রেসকে মাইলেজ দিতে রীতিমতো চেষ্টায় রয়েছেন তিনি।

হারুন ইউসুফ ও কংগ্রেস ঘনিষ্ঠতা

হারুন ইউসুফ ও কংগ্রেস ঘনিষ্ঠতা

হারুন ইউসুফ দিল্লিতে কংগ্রেস সরকারের অন্যতম মন্ত্রীও ছিলেন। শীলা ঘনিষ্ঠ এই নেতা দিল্লির ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবেও কাজ করেছেন। ২০১৫ সালের নির্বাচনে দলের এক গুরুত্বপূর্ণ পদে থেকে দিল্লিতে কংগ্রেসকে নেতৃত্ব দেন ইউসুফ। তবে সেইবার কংগ্রেস তৃতীয় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসে দিল্লি নির্বাচনের নিরিখে। তবে এবারের মরিয়া চেষ্টায় ফের একবার কংগ্রেসের তরফে মরিয়া লড়াই চালান ইউসুফ। তবে শেষ পাওয়া খবর বলছে ফের একবার বাল্লি মারান কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন হারুন।

English summary
Delhi election Results 2020: Haroon Yusuf is the loan Congressman who was leading .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X