For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ দিল্লি বিধানসভা নির্বাচন: গণনার শুরুতেই হার স্বীকার প্রার্থীর! জাতীয় রাজনৈতিক দলের কর্মী হতাশায়

  • |
Google Oneindia Bengali News

গণনা শুরুর আধঘণ্টার মধ্যেই নিজের হার স্বীকার করে নিয়েছেন দিল্লির বিকাশপুরীর প্রার্থী মুকেশ শর্মা। কার্যত রাজনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে তিনি ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা না করেই একটি টুইট করেন। সর্বভারতীয় দল কংগ্রেসে এই প্রার্থীর এমন হার মেনে নেওয়ার ঘটনার হতবাক দিল্লি।

'আমার হার আমি স্বীকার করছি '

এদিন একটি টুইটে ভোট গণনার শুরুতেই বিকাশপুরীর প্রার্থী কংগ্রেসের মুকেশ শর্মা জানান ' আমি আমার হার স্বীকার করছি। সমস্ত ভোটার ও কংগ্রেস কর্মীদের ধন্যবাদ। আমার আশা যে বিকাশপুরীতে এবার সর্বোতভাবে উন্নয়ন হবে। আমি দিল্লি, বিকাশপুরী ও উত্তম নগরের উন্নয়নের জন্য লড়ব। '

 দিল্লির ভোট শতাংশ

দিল্লির ভোট শতাংশ

শনিবার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়। সেখানে দেখা যায় মোট ভোট শতাংশ ৬২ .৯। যা ২০১৫ সালের তুলনায় কম। ২০১৫ সালে ভোট পড়েছিল ৬৭ শতাংশ। ১.৪৭ কোটি ভোটাররা দিল্লিতে ১৩,৭৮০ টি পোলিং স্টেশনে ভোট দিয়েছেন। আর তারপরই বুথ ফেরত সমীক্ষা জানান দেয় দিল্লিতে জোরদার রয়েছে আম আদমি পার্টির হাওয়া।

 কংগ্রেস ও দিল্লি নির্বাচন

কংগ্রেস ও দিল্লি নির্বাচন

১৯৯৮ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে ক্ষমতা দখল করে রেখেছিল কংগ্রেস। সেই কংগ্রেস ২০২০ সালের নির্বাচনে কার্যত কোণঠাসা। শাহিনবাগ থেকে সিএএ, জামিয়ায় গুলিচালনা কাণ্ডের মতো একের পর এক ঘটনা দিল্লিতে হয়ে গেলেও সেই সমস্ত ইস্যুকে সঙ্গে নিয়ে লড়াইয়ের ময়দানে কার্যত হাত খালি করেই ঘরে ফিরেছে রাহুল গান্ধীর দল।

English summary
Delhi election Results 2020: Congress' Vikaspuri Candidate Mukesh Sharma Concedes Defeat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X