For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগাস্টা দুর্নীতি কাণ্ডে মিশেলের ফের ৪দিনের হেফাজত, কোন তথ্যের সন্ধানে সিবিআই

দিল্লির পাতিয়ালা হাউস আদালত সিবিআইয়ের দাবি মেনে ফের চারদিনের জন্য মিডলম্যান ক্রিস্টোফার মিশেলকে অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে জেরার জন্য হেফাজতে পাঠাল।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির পাতিয়ালা হাউস আদালত সিবিআইয়ের দাবি মেনে ফের চারদিনের জন্য মিডলম্যান ক্রিস্টোফার মিশেলকে অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে জেরার জন্য হেফাজতে পাঠাল। আগামী ১৯ তারিখ মিশেলের জামিনের আবেদনের শুনানি হবে আদালতে।

অগাস্টা দুর্নীতি কাণ্ডে মিশেলের ফের ৪দিনের সিবিআই হেফাজত

সিবিআই মিশেলের পাঁচ দিনের হেফাজত চেয়েছিল। তাকে নানা সত্যের মুখোমুখি দাঁড় করাতে মুম্বইও নিয়ে যেতে চেয়েছে। ৫৭ বছর বয়সী ব্রিটিশ নাগরিক মিশেলকে বিচারক অরবিন্দ কুমারের এজলাসে পেশ করা হয়। সিবিআই জানায়, এই ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় বিভিন্ন তথ্য মিশেলকে দিয়ে যাচাই করাতে হবে। সেজন্য সময় চাই।

এদিন আদালতে মিশেলের আইনজীবী রোজমেরি পাত্রিসি সওয়াল-জবাব করেন। তাঁর সঙ্গে মিশেলকে কথা বলার জন্য আদালত ১০ মিনিট সময়ও দেয়। তবে সিবিআই রোজমেরিকে নিয়ে প্রশ্ন তোলে। পরে আদালত দেখা করার নির্দেশ বাতিল করে।

এই মিশেলকে দুবাই থেকে গ্রেফতার করে ভারতে প্রত্যর্পণ করা হয়। পরে আদালত দুই দফায় পাঁচদিন করে সিবিআই হেফাজত দিয়েছিল। এদিন ফের ৪ দিনের হেফাজত দেওয়া হয়েছে।

মিডলম্যান হিসাবে এই মিশেল অগাস্টা ওয়েস্টল্যান্ডের কাছ থেকে ২২৫ কোটি টাকা পেয়েছেন বলে ২০১৬ সালে দায়ের করা চার্জশিটে দাবি করেছে ইডি।

২০১৪ সালে ইউপিএ আমলে ৩,৬০০ কোটি টাকার অগাস্টা চপার কেলেঙ্কারি হয়। অভিযোগ ওঠে ইতালিতে তৈরি এই চপার ভারতকে বেচতে দুর্নীতি হয়েছে। ব্রিটেনের নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল এই চপার দুর্নীতির অন্যতম কুশীলব বলে অভিযোগ। মিশেল প্রায় ৩৫০ কোটি টাকা পেয়েছিল বলে অভিযোগ। এছাড়াও কয়েক হাজার কোটি টাকার এই প্রতিরক্ষা দুর্নীতিতে বেশকিছু রাজনৈতিক নেতা, প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক, আমলা, বায়ুসেনার আধিকারিক জড়িত বলে অভিযোগ।

English summary
Delhi Court extends CBI remand of Christian Michel AgustaWestland VVIP chopper case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X