For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি নির্বাচন ২০২০: ২ লাখের আর্থিক সাহায্য থেকে ২ টাকা কেজি আটা! ইস্তেহারে কল্পতরু বিজেপি

  • |
Google Oneindia Bengali News

বায়ু থেকে দল দূষণ সহ একাধিক ইস্যু নিয়ে প্রকাশিত হল দিল্লি নির্বাচনে বিজেপির ইস্তেহার। নির্বাচনী দামামা বাজিয়ে এদিন দিল্লি বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে প্রকাশিত হল বিজেপির ইস্তেহার। একনজরে দেখে নেওয়া যাক, এই ইস্তেহারে কী কী উঠে আসে?

দুর্নীতি মুক্ত সরকার থেকে দূষণমুক্ত পরিবেশ

দুর্নীতি মুক্ত সরকার থেকে দূষণমুক্ত পরিবেশ

এদিন দিল্লিতে ' দিল্লি সংকল্প পত্র' প্রকাশ করে বিজেপি। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির তাবড় নেতারা। ছিলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিরা। আর এঅ ইস্তেহার প্রকাশ করেই বিজেপি জানিয়ে দেয় দূষণমুক্ত দিল্লি থেকে দুর্নীতি মুক্ত সরকার দিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।

আয়ুষ যোজনা থেকে ২ টাকা কেজি দরে আটা

দিল্লি নির্বাচন ঘিরে বিজেপির ইস্তেহার প্রকাশ পেতেই তাতে একাধিক প্রতিশ্রুতি উঠে আসে পদ্ম শিবির থেকে। বলা হয়েছে, বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলেই শুরু হবে ২ টাকা কেজি দরে আটা দেওয়া শুরু হবে। পাশাপাশি আম আদমি পার্টি যেসমস্ত প্রকল্প স্থগিত রেখেছে কেন্দ্রীয় সরকারের, সেই সমস্ত প্রকল্পকে চালু করার অঙ্গীকার নিয়েছে বিজেপি।

 ১১ লাখ মানুষের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে ইস্তেহার!

১১ লাখ মানুষের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে ইস্তেহার!

বিজেপির দাবি , প্রায় ১১ লাখ মানুষের সঙ্গে কথা বলে তাঁরা স্থির করেছে ইস্তেহার। পাশাপাশি, মানুষের প্রয়োজনীয়তা বুঝে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও কিষান সম্মানের মতো কেন্দ্রীয় স্কিমগুলিকে চালু করার কথা ভেবেছে বিজেপি।

দূষণ মুক্ত জল মহিলাদের আর্থিক মদত

ইস্তেহার বলছে, বিজেপি দিল্লিতে সরকারে এলে এমনিতেই স্বচ্ছ্ব জলের বন্দোবস্ত করা হবে। ফলে জলের অভাব যেমন হবে না, তেমনই নাগরিকদের জলের জন্য ট্যাঙ্কারের ওপর নির্ভর করতে হবে না। এর পাশপাশি দিল্লিতে মহিলা সুরক্ষা নিয়েও একাধিক বার্তা দিয়েছে বিজেপি। বিজেপির প্রতিশ্রুতি, দরিদ্র পরিবারে মেয়ের জন্ম হলেই ২ লাখ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে। সঙ্গে থাকবে 'গুডিজ'।

English summary
Delhi assembly elections 2020: BJP relases Menifesto, know details .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X