For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিশিল্ড-কোভ্যাক্সিনে মিটছে না ঘাটতি, এছাড়াও এই ৫ টিকা নিয়ে নতুন আশার আলো দেখছে কেন্দ্র

কোভিশিল্ড-কোভ্যাক্সিনে মিটছে না ঘাটতি, এছাড়াও এই ৫ টিকা নিয়ে নতুন আশার আলো দেখছে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশেই চরমে উঠেছে টিকা সঙ্কট। এদিকে করোনা ঠেকাতে এছাড়া আর কোনও নিশ্চিত অস্ত্রও নেই সে কথা বুঝে গিয়েছে আম-আদমিও। অন্যদিকে বর্তমানে দেশে ভ্যাকসিনের গগণচুম্বী চাহিদা থাকলেও জোগান তার তুলনায় নগন্য। এদিকে করোনা ঠেকাতে ইতিমধ্যেই ভারতে এসেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি। মাঠে নামতে চলেছে জনসন, ফাইজারের মতো একাধিক করোনা টিকা।

কোভিশিল্ড-কোভ্যাক্সিনে মিটছে না ঘাটতি

কোভিশিল্ড-কোভ্যাক্সিনে মিটছে না ঘাটতি

এদিকে এতদিন ভারতে করোনা যুদ্ধে লড়াই করছে দুই দেশীয় টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। কিন্তু এই দুটি টিকার বর্তমানে যে পরিমাণ জোগান রয়েছে তাতে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় একথা বুঝে গিয়েছে সরকারও। তাই এমতাবস্থায় এবার বিদেশি টিকার উপরেই আস্থা রাখছে কেন্দ্র। এমনকী আগামীতে প্রয়োজনে সেই সমস্ত টিকা ভারতের মাটিতেই তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি করোনা টিকা তৈরির লক্ষ্যমাত্রা

ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি করোনা টিকা তৈরির লক্ষ্যমাত্রা

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ২০০ কোটি করোনা টিকা তৈরির লক্ষ্যমাত্র নিয়েছে কেন্দ্র। ওয়াকিবহাল মহলের ধরণা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বিদেশি ভ্যাকসিনের ভারতীয়করণ ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই কেন্দ্রের কাছে। যদিও দ্রুত কোভিশিল্ড, কোভ্যাক্সিনের উৎপাদন বৃদ্ধির উপরেও জোর দিতে চলেছে কেন্দ্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে স্পুটনিক-ভি।

৫টি করোনা টিকার প্রস্তুতিতে জোর কেন্দ্রের

৫টি করোনা টিকার প্রস্তুতিতে জোর কেন্দ্রের

সূত্রের খবর, এই তিন ভ্যাকসিন ছাড়াও আরও ৫টি করোনা টিকার প্রস্তুতিতে জোর দিতে চলেছে কেন্দ্র। যার মধ্যে ৪টি ভারতে তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বায়ো অ সাবইউনিট ভ্যাকসিন। যা বর্তমানে তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই টিকার ৩০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

রাশিয়ার স্পুটনিকের প্রথম ডোজ দিয়ে পথ চলা শুরু ভারতে, দামের অঙ্ক একনজরেরাশিয়ার স্পুটনিকের প্রথম ডোজ দিয়ে পথ চলা শুরু ভারতে, দামের অঙ্ক একনজরে

কেন্দ্রের নজরে আর কোন কোন টিকা ?

কেন্দ্রের নজরে আর কোন কোন টিকা ?

অন্তিম পর্বের ট্রায়ালে রয়েছে জাইডাস ক্যাডিলার ডিএনএ ভ্যাকসিনও। কেন্দ্রের নজরে রয়েছে এটিও। এছাড়াও আমেরিকার নোভাভ্যাক্স। যা তৈরির দায়িত্ব নিয়েছে সিরাম ইন্সস্টিটিউট। তালিকায় রয়েছে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনও। অন্যদিকে পুনের জেনোভা বায়োফর্মাসিউটিক্যালস তৈরি করছে জেনোভা আরএনএ ভ্যাকসিন। শুধু এই তালিকায় থাকা কোভাভ্যাক্স করোনা ভ্যাকসিনই বিদেশে তৈরি হবে বলে জানা যাচ্ছে।

English summary
deficiency is not being met by covishield covaxin yet the center is seeing new hope with these 5 vaccines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X