For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে শিক্ষা দিতে প্রস্তুত ভারত! বেজিংকে চাপে ফেলতে লাদাখ পরিদর্শনে রাজনাথ ও সেনাপ্রধান নারভানে

Google Oneindia Bengali News

পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চিনের পিপল'স লিবারেশন আর্মি৷ তবে, ভারতের উদ্বেগ বাড়াচ্ছে জিনজিয়াংয়ে মোতায়েন চিনের ১০-১২ হাজার সেনা৷ এই পরিস্থিতিতে এবার লাদাখ পরিদর্শনে যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মুকুন্দ নারভানে। শুক্রবারই তাঁরা লাদাখে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

এলএসি বরাবর চিনা সেনা মোতায়েন

এলএসি বরাবর চিনা সেনা মোতায়েন

এদিকে জিনজিয়াংয়ে মোতায়েন চিন সেনাদের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন একাধিক গাড়ি ও অস্ত্র রয়েছে৷ যার সাহায্যে মাত্র ৪৮ ঘণ্টায় ভারতীয় সীমানার কাছে চলে আসতে পারে চিন৷ তাই শিনজিয়াংয়ে মোতায়েন ১০-১২ হাজার চিনা সেনার কার্যকলাপের উপর কড়া নজর রাখছে ভারত৷

লাদাখে চিনের চোখ রাঙানি

লাদাখে চিনের চোখ রাঙানি

চিনের তরফে তিব্বতে সাধারণত দুই ভাগে সেনা মোতায়েন করা হয়৷ কিন্তু, এবার তারা আরও দুই দল সেনা মোতায়েন করেছে৷ ভারতের তরফেও নিজেদের অবস্থান আরও জোরদার করা হয়েছে এবং পূর্ব লাদাখের এলাকাগুলিতে কমপক্ষে দু'ভাগে সেনা মোতায়েন রয়েছে৷ পাশাপাশি ডিবিও সেক্টরে অতিরিক্ত ট্যাঙ্ক ও বিএমপি-২ ইনফ্যানট্রি যুদ্ধ পরিবহন মোতায়েন করা হয়েছে৷ বর্তমানে পূর্ব লাদাখে তিনটি ব্রিগেড-সহ সেনার কারু ভিত্তিক ত্রিশূল বিভাগ নজরদারি চালাচ্ছে৷ এদিকে গালওয়ান উপত্যকা থেকে কারাকোরান পাস পর্যন্ত ডিবিও সেক্টরে চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে ভারতীয় সেনাও আরও একটি দল মোতায়েনের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷

কী পরিস্থিতি প্যাংগং সোতে?

কী পরিস্থিতি প্যাংগং সোতে?

প্যাংগং ও ফিঙ্গার এলাকায় এখন চিন নিজেদের অবস্থান জোরদার করছে৷ ফিঙ্গার ৮ এলাকায় চিন নিজেদের প্রশাসনিক ঘাঁটিও তৈরি করেছে৷ পাশাপাশি গাড়ি ও বড় নৌকা মোতায়েন করেছে৷ প্যাংগং হ্রদের পাশে ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৫ পর্যন্ত চিনের তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে তা চিন সেনাদের খুব সহজে ফিঙ্গার ৪ ঘাঁটিতে পৌঁছে যেতে সাহায্য করবে৷ পাশাপাশি হ্রদের কাছাকাছি চিনের তরফে উপযুক্ত সামরিক পরিকাঠামোও তৈরি করা হচ্ছে৷

সমাধান প্রক্রিয়া আরও দীর্ঘ হবে

সমাধান প্রক্রিয়া আরও দীর্ঘ হবে

ভারত ও চিনের মধ্যে সামরিক ও কূটনৈতির স্তরে কথাবার্তা চললেও সমস্যা সমাধানে এই প্রক্রিয়া আরও দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে৷ আর তার জন্য ভারতও নিজেকে প্রস্তুত করছে৷ সূত্রের খবর, সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত চিনের এই সেনা মোতায়েন থাকবে বলে মনে করা হচ্ছে৷

<strong>ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের</strong>ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

English summary
Defence Minister Rajnath Singh, Army Chief Naravane to Visit Ladakh after China increases force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X