For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ এপ্রিল থেকে ক্রেডিট–ডেবিট কার্ডে পেমেন্ট বন্ধ, আরবিআইয়ের নতুন নিয়ম জেনে নিন

১ এপ্রিল থেকে ক্রেডিট–ডেবিট কার্ডে পেমেন্ট বন্ধ

Google Oneindia Bengali News

আগামী ১ এপ্রিল থেকে মোবাইল রিচার্জ, ইউটিলিটি ও অন্যান্য বিলের ক্ষেত্রে ডেবিট কার্ডের অটো পেমেন্টের নীতিতে আসছে বদল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে অটোমেটিক বা রেকারিং পেমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হবে ১ এপ্রিল থেকে। কারণ আরবিআই ৩১ মার্চের পর অতিরিক্ত ফ্যাক্টর অফ অথেন্টিকেশন (‌এএফএ)‌ বাধ্যতামূলক করছে।

এএফএ বাধ্যতামূলক

এএফএ বাধ্যতামূলক

আরবিআই আগেই জানিয়েছিল যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং অন্যান্য প্রিপেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে রেকারিং বা অটোমেটিক পেমেন্টের জন্য ১ এপ্রিল থেকে এএফএ বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ককে যে কোনও আসন্ন রেকারিং পেমেন্টের বিষয়ে গ্রাহককে আগে থেকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট গ্রাহকের সম্মতি পাওয়ার পরে টাকা কাটা হবে।

নতুন নিয়মে কীভাবে হবে লেনদেন

নতুন নিয়মে কীভাবে হবে লেনদেন

উদাহরণ স্বরূপ বলা যায় অনেকেই এখন ওটিটি মাধ্যমে বিনোদনমূলক অনেক কিছু দেখে থাকেন। এই ধরনের প্রিপেড স্ট্রিমিং সার্ভিসে প্রতিমাসের শুরুতেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু এবার থেকে সেই টাকা কাটার আগে আপনার অনুমতি নেওয়া হবে। টাকা কাটার আগে ই-মেল বা এসএমএস যাবে গ্রাহকের ফোনে। গ্রাহকের সম্মতি পাওয়া গেলে বষাঙ্ক তবেই টাকা কাটবে। আবার গ্রাহক চাইলে পেমেন্ট বাতিল করে দিতে পারেন। এই অতিরিক্ত পরিষেবার জন্য কোনও মাশুলও দিতে হবে না ব্যাঙ্ককে।

৫ হাজারের পর ওটিপি দিতে হবে

৫ হাজারের পর ওটিপি দিতে হবে

অন্যদিকে কার্ড বা ই-ওয়ালেট থেকে এভাবে মাসে সর্বাধিক ৫০০০ টাকা কাটা যাবে। তার বেশি টাকা কাটার আগে গ্রাহককে ওটিপি দিতে হবে।

 গত বছর আরবিআইয়ের বিজ্ঞপ্তি

গত বছর আরবিআইয়ের বিজ্ঞপ্তি

২০১৯ সালের অগাস্ট মাসে কেন্দ্রীয় ব্যাঙ্ক সব নথিভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, কার্ড পেমেন্ট নেটওয়ার্ক, প্রিপেড ইনস্ট্রুমেন্ট ইস্যুকারী সংস্থা, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে বিজ্ঞপ্তি দিয়ে রেকারিং লেনদেনের ক্ষেত্রে এই বড় বদলের কথা জানিয়ে দেয়। ২০২১ সালের ৩১ মার্চ ডেডলাইন বলে সার্কুলার জারি করে আরবিআই।

পালন করতে হবে এই নিয়ম

পালন করতে হবে এই নিয়ম

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিয়মবিধি পালন না হলে ৩১ মার্চের পর আর এ ধরনের লেনদেন করা যাবে না।

নন্দীগ্রামের ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের, এবার শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন মহিলা সিআরপিএফ নন্দীগ্রামের ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের, এবার শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন মহিলা সিআরপিএফ

English summary
Change in automatic payment rules for debit-credit cards from April 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X