For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে নির্মীয়মাণ বিল্ডিং ভাঙার ঘটনায় মৃত বেড়ে ১৪, বিক্ষোভের আঁচ পেয়ে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

কর্ণাটকের ধারওয়াড় জেলায় নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছেছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের ধারওয়াড় জেলায় নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছেছে। এছাড়াও ১২ জন এখনও নিখোঁজ। বাড়িটি চারতলা ছিল। গত মঙ্গলবার তা ভেঙে পড়ে। তারপর থেকেই উদ্ধারকার্য চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও অন্যান্য দফতর মিলিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে।

কর্ণাটকে নির্মীয়মাণ বিল্ডিং ভাঙার ঘটনায় মৃত বেড়ে ১৪

বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ঘটনাস্থল পরিদর্শনে যান। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে খবর।

জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি নিয়োগ করতে চলেছে।

বিল্ডিং ভেঙে পড়ার পরে ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১২ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছেন ধারওয়াড়ের সাব-ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পঙ্কজ কুমার।

এই বিল্ডিংটি কর্ণাটকের কংগ্রেসের মন্ত্রী বিনয় কুলকার্নির এক আত্মীয়র। পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারও ঘটনাস্থল ঘুরে দেখে গিয়েছেন।

English summary
Death toll rises to 14 in Dharwad building collapse in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X