For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সময়ের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঙ্গালুরুর আদালতের 'এই' রায়

এক ছয় বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ ও হত্যা এবং তারপর তার দেহ লোপাট করায় অনিল বালগর (৩৫) নামে এক ব্যক্তিকে দোযী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল বেঙ্গালুরুর এক সিটি সিভিল কোর্ট।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

বর্তমান সময়ের প্রেক্ষিতে এ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। কাঠুয়া থেকে উন্নাও একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা নিয়ে সারাদেশ প্রতিবাদে উত্তাল। বাধ্য হয়ে সরকার নাবালিকা ধর্ষণ অপরাধের সাজা কঠোর করতে এক সংশোধনী বিল এনেছে। এই পরিস্থিতিতে নাবালিকা ধর্ষণ ও হত্যার অভিযোগে অনিল বালগর (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল বেঙ্গালুরুর এক সিটি সিভিল কোর্ট।

বেঙ্গালুরুর আদালতের গুরুত্বপূর্ণ রায়

এক ছয় বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয় হত্যার পর নাবালিকের দেহও লোপাট করেছিলেন। প্রতিটি অভিযোগেই অনিলকে দোষি সাব্যস্ত করেছেন বিচারক এম লতা কুমারী। ধর্ষককে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। পাশাপাশি, নাবালিকার পরিবারকে সরকারের তরফে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে আদালত।

অনিল, বিবাহিত এবং দুই সন্তানের বাবা। বেঙ্গালুরু শহর তিনি দিন-মজুরের কাজ করতেন। ভীরভদ্রনগরের, বনশঙ্করি থার্ড স্টেজ-এ তাঁর বাড়ি। ওই নাবালিকাও তার দাদু-দিদের সঙ্গে ওখানেই থাকত। তার বাবা-মা কাজের তাগিদে অন্যত্র থাকতেন।

English summary
A Bengaluru city civil court condemned Anil Balagar (35), who inhumanly raped and killed a six-year-old girl and hid her dead body, to death in a crucial judgement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X