
ভারতের সব থেকে মারাত্মক দুর্ঘটনা! একদশকের বিভিন্ন ঘটনা একনজরে
রবিবার সন্ধেয় গুজরাতের মরবি জেলার মাচ্ছু নদীতে থুলন্ত সেতু ভেঙে পড়ার জেরে প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও বহু। একদিকে যেমন দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কমিটিও গঠন করা হয়েছে। গত এক দশকে দেশে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। একনজরে সেইসব ঘটনা।

২০১২-র এপ্রিল
অসমের ব্রহ্মপুত্র নদে প্রায় ৩০০ জনকে নিয়ে যাওয়ার সময় একটি ফেরি ডুবে গেলে কমপক্ষে ১০৩ জনের মৃত্যু হয়।

২০১৩-র ফেব্রুয়ারি
কুম্ভমেলায় যাওয়ার পথে ভীড়ের চাপে অন্তত ৩৬ জন পূণ্যার্থীর মৃত্যু হয়।

২০১৩-র এপ্রিল
মহারাষ্ট্রের থানেতে একটি অবৈধ এবং অর্ধনির্মিত ভবন ধসে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়।

২০১৩-র অক্টোবর
মধ্যপ্রদেশের একটি মন্দিরে যাওয়ার পথে সেতু পার হওয়ার সময় ভক্তরা আতঙ্কিত হয়ে পড়লে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১১৫ জনের মৃত্যু হয়।

২০১৪-র জুলাই
তামিলনাড়ুতে নির্মীয়মান একটি বহুতল ধসে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়।

২০১৫-র সেপ্টেম্বর
মধ্যপ্রদেশে অবৈধভাবে রাখা মজুত বিস্ফোরক ফেটে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়।

২০১৬-র এপ্রিল
কেরলে আতশবাজি প্রদর্শনের সময় হওয়া অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে কমপক্ষে ১০০ জনের মৃত্যু এবং ৩৮০ জনের বেশি আহত হয়েছিলেন।

২০১৬-র নভেম্বর
উত্তর প্রদেশের এক্সপ্রেস ট্রেন লাইচ্যুত হওয়ার কারণে কমপক্ষে ১৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতের সংখ্যা ২০০-র বেশি।

২০১৭-র জানুয়ারি
অন্ধপ্রদেশে একটি যাত্রীবাহি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়।

২০১৭-র নভেম্বর
উত্তর প্রদেশে এনটিপিসি চালিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জন শ্রমিকের মৃত্যু হয়।

২০১৮-র অক্টোবর
পঞ্জাবের অমৃতসরে উৎসবের কারণে রেললাইনে সাধারণ মানুষের ভিড় জমে। তার মধ্যেই ট্রেন ছুটে আসার ঘটনায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু এবং ৫৭ জন আহত হন।

২০১৯-র জুন
হিমাচল প্রদেশে একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয় এবং ৩৫ জন আহত হন।

২০১৯-এর ডিসেম্বর
দিল্লির একটি আবাসিক এলাকায় আগুন লেগে কমপক্ষে ৪৩ জন ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়।

২০২১-এর ফেব্রুয়ারি
মধ্যপ্রদেশে একটি বাস সেতু থেকে খালে পড়ে গেলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়।
প্রতীকী ছবি
গত দুই দশকে বিশ্ব জুড়ে ঘটেছে বহু ব্রিজ বিপর্যয়, দেখে নিন সেই ঘটনাগুলি