For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে কংগ্রেসই কার্যকর বিকল্প! দলবদলের পর বললেন প্রাক্তন সাংসদ

বিধানসভা নির্বাচনের দুসপ্তাহও বাকি নেই। তার আগেই ধাক্কা লাগল হরিয়ানাপর অন্যতম বিরোধী একসময়ের প্রবল প্রতাপশালী শাসক আইএনএলডিরতে। প্রাক্তন সাংসদ চিরঞ্জিত সিং রোরি যোগ দিয়েছেন কংগ্রেসে।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের দুসপ্তাহও বাকি নেই। তার আগেই ধাক্কা লাগল হরিয়ানাপর অন্যতম বিরোধী একসময়ের প্রবল প্রতাপশালী শাসক আইএনএলডিরতে। প্রাক্তন সাংসদ চিরঞ্জিত সিং রোরি যোগ দিয়েছেন কংগ্রেসে। ভোটের আগে মূলত কংগ্রেস থেকে বিজেপি দলবদল লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এবারই একটু ভিন্ন চিত্র ধরা পড়ল।

রাজ্যে কংগ্রেসই কার্যকর বিকল্প! দলবদলের পর বললেন প্রাক্তন সাংসদ

হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী শৈলজার উপস্থিতিতে সিরসায় চিরঞ্জিত সিং রোরি কংগ্রেসে যোগ দেন। তিনি সিরসা থেকে ২০১৪-১৯-এ সাংসদ ছিলেন। অন্যদিক থেকেও এই যএোগদান গুরুত্বপূর্ণ। হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন প্রধান অশোক তানোয়ার ইতিমধ্যেই দলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন। তিনি সিরসা থেকে ২০০৯ এবং ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেও অসফল থেকে গিয়েছেন।

কংগ্রেসে যোগ দেওয়ার পর রোরি বলেছেন, রাজ্যে কংগ্রেসই বিজেপি বিকল্প হয়ে উঠতে পারে। তিনি আরও দাবি করেন, কংগ্রেস বিজেপির থেকে ক্ষমতা দখল করবে।

গতবছর আইএনএনডিতে আড়াআড়ি বিভাজন হয়েছিল। তারপর থেকেই কার্যত শক্তিবিহীন হয়ে পড়েছে প্রাক্তন এই শাসকদল। বেশিরভাগ জন প্রতিনিধি দলবদল করে বিজেপি, কংগ্রেস কিংবা জননায়ক জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

[উপনির্বাচনে বড় পরীক্ষা! জয় হবে সব আসনেই, দাবি রাজ্য বিজেপির][উপনির্বাচনে বড় পরীক্ষা! জয় হবে সব আসনেই, দাবি রাজ্য বিজেপির]

English summary
Days before Hariyana assembly polls, INLD Ex MP Charanjeet Singh Rori joins Congress, This is a major setback for OM Prakesh Chautala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X