For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের কমিউনিস্ট সরকারই শেষ করে দিতে চাইছে বৌদ্ধ ধর্মকে! বিস্ফোরক দলাই লামা

চিনের কমিউনিস্ট সরকারই শেষ করে দিতে চাইছে বৌদ্ধ ধর্মকে! বিস্ফোরক দলাই লামা

  • |
Google Oneindia Bengali News

ভারতে বসে ফের একবার চিনের বিরুদ্ধে তোপ দাগলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা! তাঁর দাবি, বৌদ্ধধর্ম এবং এর অনুসারীদের বছরের পর বছর "নিপীড়ন ও নিপীড়নের" পরে দেশে "বৌদ্ধধর্মের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ" এর উপর জোর দিয়েছে। বুদ্ধগয়াতে ধর্ম সম্মেলনে যোগ দিয়েছেন দলাই লামা। আর সেখানেই আজ রবিবার বক্তব্য রাখেন তিনি। আর সেই মঞ্চ থেকেই চিনকে বার্তা দিলেন নোবেল শান্তি পুরষ্কার জয়ী এই ধর্মগুরু।

চিনের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ

চিনের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ

তাঁর দাবি, তিব্বতের বৌদ্ধ ঐতিহ্য অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। অতীতে, বৌদ্ধধর্ম একটি এশিয়ান ধর্ম হিসাবে পরিচিত ছিল বলে মন্তব্য দলাই লামার। কিন্তু আজ এর দর্শন এবং ধারণাগুলি, বিশেষ করে মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অনেক বিজ্ঞানী এই ঐতিহ্যে আগ্রহ প্রকাশ করেছে বলেও মত ধর্মগুরুর। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আরও বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, কেবল তিব্বত নয়, চিনের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যার সরাসরি প্রভাব চিনের উপর পড়ে বলে মন্তব্য করেছেন দলাই লামা।

চিন একটা সময়ে বৌদ্ধধর্মের দেশ ছিল

চিন একটা সময়ে বৌদ্ধধর্মের দেশ ছিল

এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দলাই লামা। তাঁর মতে, চিন একটা সময়ে বৌদ্ধধর্মের দেশ ছিল। কিন্তু চিনে বৌদ্ধ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর অনেক দমন-পীড়ন চলেছে বলে মন্তব্য তিব্বতী এই ধর্মগুরুর। তিনি বলছেন, আমি সবসময়ই একটা সুন্দর পৃথিবীর তৈরির স্বপ্ন দেখি। তিব্বত প্রসঙ্গে আধ্যাত্মিক গুরু বলেন, তিব্বতকে যেমন বরফের রাজ্য বলা হয়ে থাকে। কিন্তু অনেক ট্রাজেডির মধ্যে দিয়েও এই এলাকা গিয়েছে বলে মন্তব্য করেন দলাই লামা। তাঁর মতে, এর পরোক্ষে ভালো দিকও আছে। সারা বিশ্বের মানুষ এখন তিব্বতি বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়েছে বলে দাবি ধর্মগুরুর।

চিনে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় না।

চিনে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় না।

দলাই লামা বলছেন, চিনে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় না। বৌদ্ধ ধর্মকে বিষাক্ত বলে মনে করা হয় বলেও দাবি তাঁর। চিন এখনও মাও-জেদংকে অনুসরণ করে বলে উল্লেখ করেছেন লামা। তবে তিনি মনে করেন, চিনের মানুষের তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে। আর তাই চিনের মানুষের জন্য শুভ কামনা জানিয়েছেন দলাই লামা। তাঁর বক্তব্য, চিন বৌদ্ধ ধর্মকে পুরোপুরি শেষ করে দিতে চাইলেও, চিন থেকে মুছে ফেলতে চাইলেও তা পেরে উঠছে না বলে মন্তব্য করেছেন দলাই লামা। বুদ্ধ গয়ার অনুষ্ঠানে দলাই লামা জানান, হিমালয়ের পার্বত্য অঞ্চলে গিয়ে আমি দেখেছি সেখানকার মানুষ বৌদ্ধ ধর্মকে বিশেষ ভাবে শ্রদ্ধা করে। চিন এবং মঙ্গোলিয়ার মানুষও শ্রদ্ধা করে। তবে সেখানকার সরকার এই ধর্মকে শেষ করে দিতে চাইছে বলে দাবি ধর্মগুরুর। চিনের বহু মানুষ এখন বৌদ্ধ ধর্মকে বিশ্বাস করে বলেও দাবি তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় অদম্য! তৃণমূল ও বিজেপি কর্মীদের আনুগত্যের তুলনা মন্ত্রী অরূপ রায়ের মমতা বন্দ্যোপাধ্যায় অদম্য! তৃণমূল ও বিজেপি কর্মীদের আনুগত্যের তুলনা মন্ত্রী অরূপ রায়ের

English summary
Dalai lama claims Chinese government wants to destroy Buddhism but failed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X