For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: বিদেশ পাড়ি করোনার, মাঝ আকাশে ভাঙল রাশিয়ার বিমান, দিনভরের নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

করোনা আপডেট একনজরে

করোনা আপডেট একনজরে

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমল। এদিন মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩২%। এদিন সুস্থ হয়েছেন ৭৩৪ জন।

বিদেশ পাড়ি ভারতের করোনা টিকার

বিদেশ পাড়ি ভারতের করোনা টিকার

জল্পনা চলছিল দীর্ঘদিন থেকেই। অবশেষে অনুমতি। এবার বিদেশে পাড়ি দেবে ভারতে তৈরি রাশিয়ান করোনা টিকা স্পুটনিক লাইট। এবার দেশীয়ভাবে নির্মিত রাশিয়ান একক-ডোজের কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক লাইট রফতানির অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। যদিও ভারতে এখনও এই টিকার প্রয়োগ শুরু হয়মনি। কিন্তু অন্যদেশে মিলেছে অনুমতি। যদিও গোটা টিকার একটা বড় অংশ তৈরি হচ্ছিল ভারতেই।

মাঝ আকাশে ভেঙে পড়ল রাশিয়ার বিমান

মাঝ আকাশে ভেঙে পড়ল রাশিয়ার বিমান

এদিন রাশিয়ার স্থানীয় সময় সকাল ৯:২৩ মিনিট নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে ভেঙে পড়ে রাশিয়ার এল ৪১০ বিমানটি। মুহূর্তে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাশিয়ার ২৩ জন প্যারাসুটিস্ট ছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়ার বুকে তাতারস্তানে এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের থেকে উদ্ধার করা হয়েছে এই ১৬ জনের মৃতদেহ।

টি-২০ বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা আইসিসি-র

টি-২০ বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা আইসিসি-র

১৭ অক্টোবর থেকে শুরু টি ২০ বিশ্বকাপ। প্রথম রাউন্ডের ম্যাচের পর শুরু হবে সুপার টুয়েলভ। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগেই আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করে দিল আইসিসি। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর গরমের কথা ভেবেও নিয়মেও কিছু রদবদল হচ্ছে। আইসিসি যে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তা নিঃসন্দেহে আকর্ষণীয়।

করোনা আপডেট একনজরে

করোনা আপডেট একনজরে

করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় ২০ হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুজোর আগে হু হু করে নামছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, পুজোর আগে এইভাবে করোনা আক্রান্তের সংখ্যায় পতনের ঘটনা খানিকটা স্বস্তি এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ১৬৬। করোনা মুক্ত ২৩ হাজার ৬২৪। একদিনে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

ধোনি বনাম পন্থ মেগা লড়াই আইপিএলে

ধোনি বনাম পন্থ মেগা লড়াই আইপিএলে

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রবিবাসরীয় মহা-ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। যে দল এই ম্যাচ জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে আইপিএলের ফাইনালে। তবে হেরে যাওয়া দলের সামনেও থাকবে একটা সুযোগ। যে দল প্রথম কোয়ালিফায়ারে হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে এলমিনেটরে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

আবহাওয়ার আপডেট একনজরে

আবহাওয়ার আপডেট একনজরে

আকাশ ঢেকে রয়েছে মেঘের আস্তরণে। সঙ্গে 'উপহার' স্বরূপ গুমোট গরম। তারই মধ্যে ঠাসাঠসি ভিড়ে বিভিন্ন পুজো মণ্ডপ ভরত শুরু করেছে । করোনা পরিস্থিতিতে এমন এক অবস্থায় পঞ্চমীর সকাল থেকেই নিম্নচাপের ভ্রুকূটির খবরে উদ্বেগ বেড়েছে পুজো ঘিরে। এওই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, পুজোর মধ্যে কোন জেলায়, কবে কেমন থাকবে বৃষ্টির জলছবি।

পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কত

পেট্রোল ও ডিজেলের দাম কোথায় কত

লাগামহীন দাম বৃদ্ধির ট্রেন্ড অব্যাহত রইল পুজোর মরশুমে। দেশে উৎসবের মরশুম শুরু হতেই হু হু করে বেড়ে যাচ্ছে জ্বালানির দাম। গত ছয় দিন ধরে টানা বেড়ে গিয়েছে এই দাম। এদিনও দুর্গাপুজোর মুখে সেই ট্রেন্ড অব্যাহত রয়েছে। পুজোর কলকাতায় এদিনও জ্বালানির দর হু হু করে বেড়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেলের দাম কত।

English summary
Daily News Update in Bengali on 10 October 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X