For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় তাউকটে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত, আছড়ে পড়তে পারে ১৮৫ কিমি গতিতে

ঘূর্ণিঝড় তাউকটে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত, আছড়ে পড়তে পারে ১৮৫ কিমি গতিতে

Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় তাউকতে আরব সাগরের উপর দিয়ে গুজরাট অভিমুখে এগিয়ে যাওয়ার সময় শক্তি সঞ্চয় করে আরও গতি বাড়াচ্ছে। রবিবারই ঘূর্ণিঝড় তাউকটে ভেরি সিভিয়ার সুপার সাইক্লোনিক স্ট্রর্মে পরিণত হয়েছে। এবং আরব সাগরে অনুকূল আবহাওয়া পেয়ে গতি বাড়িয়ে নিচ্ছে। আইএমডির পূর্বাভাস শক্তি বাড়িয়ে তাউকটে আরও প্রবল আকারে আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে।

'তাউকটে’র পর মে মাসেই ধেয়ে আসতে পারে আরও এক ঘূর্ণিঝড়! এবার কেন্দ্র বঙ্গোপসাগর'তাউকটে’র পর মে মাসেই ধেয়ে আসতে পারে আরও এক ঘূর্ণিঝড়! এবার কেন্দ্র বঙ্গোপসাগর

সর্বোচ্চ গতিবেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি

সর্বোচ্চ গতিবেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি

আবহবিদরা জানিয়েছেন, তাউকটে আরব সাগরে শক্তি বাড়িয়ে ১৮৫ কিলোমিটার বেগে গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে। তারপর ১৫৫ থেকে ১৬০ কিলোমিটার বেগে ঝড় চলবে। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার হতে পারে বলে আভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এখন বলছে, তাও আরও বেড়ে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে।

মুম্বই-গুজরাট উপকূলে শুরু ঝড়, কেন্দ্রের সহায়তার আশ্বাস

মুম্বই-গুজরাট উপকূলে শুরু ঝড়, কেন্দ্রের সহায়তার আশ্বাস

তাউকটে আরব সাগরের বুকে মুম্বই থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তার ফলে মুম্বই উপকূলে ঝড় ও ভারী বৃষ্টিপাত চলছে। গুজরাট উপকূলেও বইতে শুরু করেছে ঝড়। এই ঝড় উত্তরোত্তর বাড়বে। তাউকটে আছড়ে পড়ার সময় তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার উদ্ধার কাজ এবং অন্যান্য ত্রাণ ব্যবস্থায় কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন।

তাউকটে গুজরাটের পশ্চিম উপকূল অতিক্রম করবে মঙ্গলবার ভোরে

তাউকটে গুজরাটের পশ্চিম উপকূল অতিক্রম করবে মঙ্গলবার ভোরে

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর আইএমডি সতর্কতা জারি করে জানিয়েছে, ঘূর্ণিঝড় তাউকটে একটি অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তাদের ভবিষ্যদ্বাণী, এটি গুজরাটের পশ্চিম উপকূল অতিক্রম করবে ১৮ মে মঙ্গলবার ভোরে। বর্তমানে এই ঝড় দিউ এবং মুম্বই উপকূলরেখাগুলি থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে।

৫০ এনডিআরএফ টিম, ১৬ বিমান, ১৮ হেলিকপ্টার মোতায়েন

৫০ এনডিআরএফ টিম, ১৬ বিমান, ১৮ হেলিকপ্টার মোতায়েন

ঘূর্ণিঝড় যখন শক্তি বাড়িয়ে গুজরাটের দিকে ধেয়ে আসছে, তখন এনডিআরএফের মহাপরিচালক এসএন প্রধান জানিয়েছেন, গুজরাটে ৫০টিরও বেশি জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী বা এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ভারতীয় বিমানবাহিনী বা আইএএফ ১৬টি বিমান এবং ১৮টি হেলিকপ্টার মোতায়েন রেখেছে।

English summary
Cyclone tauktae can hits on Gujarat in speed of 185 kilometer per hour being a very sevier cyclonic storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X