For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘মহা’! ফুঁসছে সমুদ্র, লাল সতর্কতা জারি

‘ঘূর্ণিঝড়’ কিয়ারের প্রভাব ম্লান করে আরব সাগরে এখন ফুঁসছে সাইক্লোন ‘মহা’। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আছড়ে পপড়তে পারে গোয়া উপকূলে।

  • |
Google Oneindia Bengali News

'ঘূর্ণিঝড়' কিয়ারের প্রভাব ম্লান করে আরব সাগরে এখন ফুঁসছে সাইক্লোন 'মহা'। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আছড়ে পপড়তে পারে গোয়া উপকূলে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে ক্রমশই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে 'মহা'। ধেয়ে আসছে গোয়া উপকূলের দিকে। এর ফলে উত্তাল সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাসে গোয়া উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মহা'

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মহা'

‘কিয়ারে'র প্রভাব থেকে আরব সাগর মুক্ত হওয়ার আগেই আরও এক ঘূর্ণিঝড় ‘মহা' চোখ রাঙাতে শুরু করেছিল। সেই ‘মহা'ই শক্তিধর হয়ে আরব সাগর দিয়ে গোয়া অভিমুখে ধেয়ে আসছে। ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বইছে ‘মহা'।

লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি

এরফলে লাক্ষাদ্বীপের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ভারী বৃষ্টি চলছিল উপকূলবর্তী এলাকায়। লাল সতর্কতা জারি করা হয়েছিল এলাকায়। কেরালার বিস্তীর্ণ এলাকাতেও প্রবল বৃষ্টিপাত চলছে। কর্ণাটক ও তামিলনাড়ুতেও একইরকম অবস্থা। আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগ আরও বাড়বে।

সতর্কতামূলক ব্যবস্থা উপকূলে

সতর্কতামূলক ব্যবস্থা উপকূলে

ইতিমধ্যে প্রশাসনের তরফে সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাসস্থান ও আশ্রয়ের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে হেল্পলাইনও।

সাইক্লোনের রূপ নিয়েছে ‘মহা'

সাইক্লোনের রূপ নিয়েছে ‘মহা'

কিয়ারের মধ্যেই আরও এক ঘূর্ণি ‘মহা' হানা দিয়েছে। ইতিমধ্যে নিম্নচাপ ঘণীভূত হয়ে সাইক্লোনের রূপ নিয়েছে। এখন গোয়ায় আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। তার জন্য সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। লাক্ষাদ্বীপেও সতর্কতা নিয়েছে প্রশাসন।

English summary
Cyclone ‘Maha’ can hit on Goa coast in Arabian Sea. Maha is flowing over 140 kilometer in hour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X